সব সাগর একবার, গঙ্গা সাগর বারবার

Read Time:1 Minute

২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : আর কয়েকদিন পর গঙ্গাসাগর মেলা । তার আগে সাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। গঙ্গাসাগরের হেলিপ্যাড থেকে তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করেন। আক্ষেপ প্রকাশ করেন সাগর নিয়ে।

কেন্দ্র চাইলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করতে পারেন বলেও আক্ষেপ প্রকাশ করেন। ভারত সেবাশ্রম সঙ্ঘে যান তিনি। সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের পাশে দাঁড়িয়ে সকলকে ধন্যবাদ জানান।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গঙ্গাসাগর মেলার জন্য শুভকামনা জানান। মুখ্যমন্ত্রীর বলেন, গঙ্গার পবিত্র জলে, মানুষের মন পবিত্র, মুক্ত হোক। শরীর সুস্থ থাকুক সকলের। আরও বলেন, সাগর আর গঙ্গা আলাদা নয়। আগে কথা ছিল সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার।

এখন বদলে গিয়েছে, এখন বলা যায়, সব সাগর একবার, গঙ্গা সাগর বারবার। কারণ গঙ্গাসাগরের মানুষ আমাদের সহায়তা করেছেন সমগ্র বিষয়ে। উঠে আসে মুড়িগঙ্গা ব্রিজের প্রসঙ্গ। কেন্দ্র সহায়তা করেনি, আগামী দিনে মানুষ চাইলে, টাকার যোগান হলে, মুড়িগঙ্গার ওপর ব্রিজ তৈরি হবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *