উত্‍সবের মাঝেই আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা। জেলার একাংশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা । আজ, ২৫ অক্টোবর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৮ কিলোমিটায়।। ওপারে হুগলি জেলা। জেলার আরেকদিক যশোর রোড হয়ে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই জেলা অবস্থিত। এই জেলা উত্তর ও পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নদীয়া জেলা দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা দক্ষিণে অবস্থিত। পশ্চিমে হাওড়া, হুগলি ও কলকাতা অবস্থিত।

গতকাল, ২৪ অক্টোবর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ । হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২৭ কিলোমিটায়।

দীপাবলির আনন্দের মাঝেই দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। আলোর উত্‍সবের মাঝেই আশঙ্কা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ, উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে এগোচ্ছে ঘূর্ণিঝড়। কালীপুজোর মধ্যেই মঙ্গলবার ভোররাতে, বাংলাদেশ উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে সিত্রাং। বরিশালের কাছে, তিনকোণা ও সন্দ্বীপের মাঝখানে ল্যান্ডফল করবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সিত্রাং-এর প্রভাবে, মঙ্গলবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনার উপকূলভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ। হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটায়/ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *