
সাফল্যের খোঁজে আমির! ‘সিতারে জমিন পর’ ছবি থেকে বাদ পড়লেন ফারহান আখতার
পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: বলিউডে এখন ‘রিমেক’-এর হুজুগ! আগেকার হিট গান থেকে শুরু করে বহু সিনেমারও রিমেকে পরিণত হয়েছে। এমনকী সংগীতের ক্ষেত্রেও ‘আঁখ মারে’ থেকে ‘তম্মা তম্মা’-র মতো জনপ্রিয় গানের চেয়ে বেশি ভাইরাল হয়েছে তাদের রিমিক্স ভার্সন। তবে সে ছবি আশি বা নব্বইয়ের দশকের নয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া একটি ছবির উপর ভর করেই সাফল্যের আশা করছেন বলিউডের সুপারস্টার আমির খান।
দীর্ঘ ৬ বছর ধরে সাফল্যের মুখ দেখেননি আমির খান। শেষ ছবি ‘লাল সিং চড্ডা’র ব্যর্থতার পর দীর্ঘ এক বছরেরও বেশি সময় ক্যামেরার সামনে দাঁড়াননি নায়ক। হলিউডের ‘দ্য ফরেস্ট গাম্প’-ছবির অফিসিয়্যাল রিমেক হলেও দর্শকের সাড়া পায়নি আমির খান অভিনীত ‘লাল সিং চড্ডা’। এর আগে যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘ঠগস অফ হিন্দুস্তান’ও ডাহা ফেল করে বক্স অফিসে। স্বভাবতই মন খারাপ আমিরের।

‘লাল সিং চড্ডা’র পর অভিনয় থেকে মুখ ফিরিয়ে প্রযোজনার দিকে মন দিয়েছেন দঙ্গল অভিনেতা। এছাড়াও পরিবারকে সময় দিয়েছেন তিনি। কিন্তু সব ভুলে ফের ময়দানে নামছেন আমির। নিজের নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর নাম ঘোষণা করে দিয়েছেন তিনি। আমিরের পরিচালনায় ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবি ‘তারে জমিন পর’-এর নামের সঙ্গে এক অদ্ভূত মিল রয়েছে তাঁর নতুন ছবির। ইতিমধ্যে এই দুই ছবির ঘনিষ্ঠ বন্ধনের কথা নিজেই জানিয়ে দিলেন আমির। জানা গিয়েছে যে বহুচর্চিত স্প্যানিশ ড্রামা চ্যাম্পিয়নস-এর অফিসিয়্যাল রিমেক হতে চলেছে এই ছবি।

বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি বাস্কেট বল টিম কীভাবে বছরের পর বছর স্প্যানিশ চ্যাম্পিয়ানশিপ জিতে তাক লাগিয়ে দেবে সেই নিয়ে এই ছবি। শোনা গিয়েছিল আমিরের প্রযোজনায় তৈরি এই স্পোর্টস ড্রামায় লিড রোলে অভিনয় করবেন ফারহান আখতার। তবে জানা গিয়েছে, ফারহানকে এই ছবি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন খোদ আমির। কারণ তাঁর মনে হয়েছে কোচের চরিত্রের জন্য তিনি একেবারে পারফেক্ট ফিট। এই ছবি পরিচালনা করছেন আর এস প্রসন্ন। কিন্তু এখন প্রশ্ন হল,বাস্কেটবল টিম নিয়েই কি তৈরি হবে সিতারে জমিন পর? নাকি ভারতীয় প্রেক্ষাপটে অন্য় কোনও জনপ্রিয় স্পোর্টসকে পর্দায় তুলে আনবেন আমির? পাশাপাশি ছবিতে বাকি খেলোয়াড়ের চরিত্রেই বা কারা অভিনয় করছেন? এখন সবটাই ক্রমশ প্রকাশ্য।

ছবির বিষয় আমির জানিয়েছেন, তারে জমিন পর সকলে কাঁদিয়েছে অথচ তাঁর নতুন ছবি সবার মুখে হাসি ফোটাবে। অভিনেতা আরও বলেন, ‘এই ছবির নাম খুব ভেবেচিন্তে রাখা কারণ থিমটা প্রায় একই। আমাদের সবার মধ্যেই খামতি থাকে, তার পাশাপাশি সবার মধ্যে একটা কিছু খাস ব্যাপার থাকে। সেই ভাবনা নিয়েই এই ছবি’। তবে এই নতুন প্রোজেক্ট কবে ফ্লোরে যাচ্ছে সেই নিয়ে অবশ্য কিছু জানাননি আমির।