মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিকাশের

স্বাস্থ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি বিকাশরঞ্জন ভট্টাচার্যের। সামাজিক মাধ্য়মে খোলাচিঠি সিপিএম সাংসদ বিকাশের। রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত সব নিয়োগের ফাইল সিবিআই-কে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফাইল পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে ৭ দিন সময় দিয়েছেন বিকাশ। মেয়র থাকাকালীন পুরসভায় জন্মশংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। খোলা চিঠিতে সেই রিপোর্ট প্রকাশেরও দাবি তুলেছেন তিনি।

বিকাশ রঞ্জনের এই ফেসবুক পোস্ট ঘিরে স্বাস্থ্য দফতরের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল। স্বাস্থ্য দফতরের কোন কোন দুর্নীতির কথা বলতে চাইছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বছর দেড়েক আগে আরএমও কেলেঙ্কারি, যাতে নাম জড়িয়েছিল শাসকদলের ঘনিষ্ঠ এক প্রভাবশালীর, সেই দুর্নীতির কথাই বিকাশরঞ্জন বলছেন কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছিল, তিনি একাই সুপার স্পেশ্যালিটি স্তরে ১৪ টি পদের সুযোগ পেয়েছিলেন। উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও তাঁদের থেকে কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আরএমও পদে নিয়োগ হয়েছিলেন, তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। পোস্টিং নিয়েও নানান অভিযোগ রয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে। টাকা বিনিময়ে পোস্টিংয়েরও অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *