
সামনে এল বিয়ের তারিখ, এই মাসেই বিয়ে উদয়-অনামিকার
24Hrs Tv ওয়েব ডেস্ক : টলিউডে ফের সানায়ের জুটি, বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উঠছিল বিয়ের। অনেকদিন থেকেই সম্পর্কে আছেন তাঁরা। কবে তাঁরা বিয়ে করবেন? – এ প্রশ্ন ছিল সকলেরই মনে। সোশ্যাল মিডিয়ায় যখন জোর গুঞ্জন তখন সুখবর শোনালেন হবু দম্পতি জুগল। চলতি মাস অর্থাৎ জুনের শেষেই আইনি বিয়ে সারছেন পর্দার রাতুল-হিয়া। শুরু হল তাঁদের আইবুড়ো ভাত পর্ব। সেই ছবিই শেয়ার করেছেন উদয়প্রতাপ। পঞ্চ ব্যঞ্জনে সাজানো তাঁদের থালা। রয়েছে পাঁচ রকমের ভাজা, আম, মিষ্টি, দই থেকে শুরু করে আরও কত রকমের খাবার। সেই ছবি শেয়ার করেছেন উদয়প্রতাপ।
তিনি জানিয়েছেন এই তাঁদের প্রথম আইবুড়ো ভাত। আগামী ২৮ জুন বিয়ে করছেন এই জুটি। ওই দিনই আইনি বিয়ে সারবেন তাঁরা। যদিও জাঁকজমক করে নয়, সাদামাঠা ভাবেই বিয়ে সারবেন তাঁরা। হাজির থাকবেন কাছের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা। সম্পর্ক এগোবে আরও এক ধাপ। এখনই জাঁকজমক থাকছে না এমন নই, তবে সাধারনভাবেই আইনিভাবে বিয়ে সারবেন তাঁরা। পড়ে অত্যাধিক জাঁকজমক করে বিয়ের পিঁড়িতে বসবেন উদয়-অনামিকা।
অভিনেত্রী জানান যে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সারবেন তাঁরা। ‘রাজযোটক’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনামিকা। তারপর অসংখ্য সিরিয়াল ও সিরিজ ও সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটির জন্য বেশ জনপ্রিয়তা পান তিনি। অন্যদিকে ২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়’-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে। তবে মিঠাই ধারাবাহিকে ‘রাতুল’ হিসাবে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পঞ্চ ব্যঞ্জনে সাজানো তাঁদের থালা। রয়েছে পাঁচ রকমের ভাজা, আম, মিষ্টি, দই থেকে শুরু করে নানান রকমারি থালা।