
ঘোষণা ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির তারিখ
‘পাঠান’-এর মাধ্যমে দীর্ঘ সময় পর ফের বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। তার আগে ঘোষণা করা হল ট্রেলার প্রকাশের তারিখ। একই সঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার।
‘পাঠান’-এর নতুন পোস্টারে দেখা গেল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। এদিকে আগামীকাল অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার । শাহরুখ খান ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘পাঠান ট্রেলার আসবে ১০ জানুয়ারি সকাল ১১টায়।’ ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অপেক্ষা করার জন্য ধন্যবাদ… এবার পাঠানের মজলিশে এসে পড়…’। ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। মাস খানেক আগে প্রকাশিত ছবির প্রথম গান ‘বেশরম রং’ ইতিমধ্যেই একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। তৈরি করেছে রাজনৈতিক তরজাও। তবে এই সবকিছুর মধ্যেও ‘পাঠান’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাসের কোনও খামতি নেই।