অর্জুন-মিমির জুটির অন্য সমীকরণ দেখা যাবে ‘খেলা যখন’-এ !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এক নয়া রূপে আসছে অরিন্দম শীল -এর পরিচালিত ছবি -‘খেলা যখন’। যেখানে আমরা দেখতে পাবো এক অন্য সমীকরণ । আর এই ছবিতে অর্জুন-মিমির জুটিরকে পাব । অরিন্দম শীল-এর পরিচালিত ‘খেলা যখন’-এর ট্রেলার জুড়ে একের পর এক প্রশ্ন উঠছে । এটা কি এক সত্যি মিথ্যের হেঁয়ালি সমাধানের গল্প ? নাকি নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প? তবে কি নিজের ছেলে বা মেয়েকে খুঁজে পাওয়ার গল্প ? এই ছবিতে সুস্মিতা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী , মিমি চক্রবর্তী অভিনয় করেছেন ।

এই ছবি এসভিএফ, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা ও রাজপ্রতিম ভেঞ্চার্সের সঙ্গে হাত মিলিয়ে মুক্তি পাচ্ছে । তবে এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে । এই গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার স্বীকার হয়। কিন্তু এই দুর্ঘটনার উৎস খুঁজতেই শুরু হয় বিপত্তি। প্রতিটা মুহূর্তে নানা ঝড়ঝাটা পেরিয়ে, তাহলে এই গল্পের ঊর্মি নিজের পরিচয় কি খুঁজে পাবে ? এরই উত্তর মিলবে গল্পে। আজ সোমবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সূত্রের খবর , আগেই অরিন্দম শীল জানিয়েছিলেন, এই ছবিতে অ্যাকশন পুরোদমে দেখা যাবে।এই ট্রেলারেও সেই চমক দেখা গেল । মিমি থেকে শুরু করে অর্জুন, প্রত্যেকের অ্যাকশনের চমক দেখা গেল। অরিন্দম শীল জানিয়েছিলেন, তার এই ছবি সবচেয়ে বিগ বাজেটের ছবি। এবার দর্শকেরা এই অর্জুন-মিমির জুটিকে নতুন রূপে পর্দায় দেখার অপেক্ষায় । এই ছবি মুক্তি পাবে ২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *