অনুব্রত গড়ে গরহাজির মিঠুন, কেবলই গোষ্ঠী-কোন্দল নাকি অসুস্থতা?

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ প্রথম অনুষ্ঠানেই অনুব্রতর গড়ে গরহাজির ‘মহাগুরু’মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই যা দেখে হতাশ বিজেপি কর্মীরা। যদিও দীর্ঘ কর্মসূচি রয়েছে ‘মহাগুরু’র, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমনই দাবি। মিঠুন তাঁর শারীরিক অসুস্থতার জন্য এই অনুষ্ঠানে অনুপস্থিত।
রবিবার সকালে বোলপুরের কাছারিপট্টির বেসরকারি লজে ‘মন কি বাত’অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। বিজেপি কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার কথা ছিল তাঁর। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টা থেকে। তবুও বেলা ১২টা বেজে গেলেও বেসরকারি লজে আসেননি মিঠুন। যা দেখে হতাশ বিজেপি কর্মীরা। গত শনিবার রাতে আসানসোলের অনুষ্ঠান সেরে বোলপুরে আসেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। সকাল থেকে দলীয় কর্মীর বাড়িতে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা এদিন। বহু মানুষ ‘মহাগুরু’কে দেখতে লজের বাইরে জমায়েত করেছিলেন। মিঠুনের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন। বীরভূমে বিজেপির প্রচুর অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এমনই দলীয় কর্মীদের একাংশের মত। তাই সযত্নে এই অনুষ্ঠান এড়িয়ে গেলেন ‘মহাগুরু’। গত ৫ দিন ধরে মিঠুন চক্রবর্তীর আমাদের সঙ্গে সফর করছেন, যদিও সুকান্ত মজুমদারের দাবি। তাঁর অন্য একটি অনুষ্ঠান রয়েছে তাই তিনি এখানে আসতে পারেননি, জানা গিয়েছে। তাঁর শারীরিক কিছু অসুস্থতা রয়েছে। বিজেপির বোলপুর জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, “রাতেই কর্মীদের জানানো হয়েছিল। অনেক আশা নিয়ে দলের কর্মীরা মিঠুনের জন্য এসেছিলেন। বহু মানুষ মিঠুনকে দেখতে এসেছিলেন। অনুব্রতর গড়ে বিজেপি কর্মীরা মিঠুনের থেকে উৎসাহ পাওয়ার আশা করেছিল। তা থেকে বঞ্চিত হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *