৫০০ পর্বে পা দেওয়া’য় আনন্দে মাতোয়া ‘অনুরাগ পরিবার’
24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : বাংলা ধারাবাহিকে’র জনপ্রিয় সিরিয়াল ‘আনুরাগের ছোঁয়া’। বর্তমানে নাম করা চ্যানেলের [স্টার জলসা] অন্যতম একটি ধারাবাহিক। দর্শকদের ভালোবাসায় ৫০০ টি এপিসোডে পা দিল এই সিরিয়াল। এত লং জার্নি-র পর সেলিব্রেশন তো বান্তা হেয়। তাঁরই এক ঝলক সোশ্যাল মিডিয়া’য় শেয়ার করলেন তারা।

৫০০ পর্বে পা দেওয়া’য় আনন্দে মেতে ওঠে ফ্লোর। সিরিয়ালের ছোটো সদস্যদের নিয়ে’ই কেক কাটলেন আনুরাগের সদস্যরা। কেক কেটেই সেলিব্রেশন করলেন তারা। এক মুহূর্তের ঝলক পোস্ট করলেন অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র। সেখানে দেখা গেছে , আনন্দে উল্লাসে মজায় দিন কাটাছেন তারা।
দেখা যায়, সিরিয়ালের মিশকা অন্ত:সত্ত্বা হওয়ায়, খবর লাবন্য কে দিয়ে সুযোগ নিতে চায়। মিশকা থাকতে চাইলে লাবন্য রাজি হয়। অপরদিকে দীপা ভালোভাবেই মিশকার চাল ধরে নেয়। ধীরে ধীরে গোটা পরিবার বুঝতে পারে মিশকা’র ব্যাপারে। পরবর্তী সময়ে দীপা ও তাঁর পরিবার , ভালোভাবেই বুঝিয়ে দেয় যে তারা একে অপরের পাশে আছে । এর পরে কি হবে এখনও আজানা।

এই সিরিয়াল টি ৭ই ফেব্রয়ারি ২০২২ সালে প্রথম প্রিমিয়ার হয় বাংলার টেলিভিশন স্টার জলসা চ্যানেলে। যার প্রধান চরিত্রে দেখা গেছে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ কে। প্রতি সোম থেকে শুক্র ৯:৩০ স্লটে দেখতে পাওয়া যায়। তবে অভিনয়ের জগতে স্বস্তিকা ঘোষ প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এর আগেও বহু পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু দিবজ্যোতি কে এর আগেও বহুবার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। প্রত্যেক মানুষই বিনোদোন জগত সম্পর্কে জানতে আগ্রহী। তবে ঠিক কোন দিকে ঘোরানো হবে গল্পের মোড়। জানতে আগ্রহী সমস্থ দর্শক।
