
এখনই দিল্লি যাচ্ছে না অনুব্রত, চ্যালেঞ্জ ইডিকে
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। তিনি নিজের শারীরিক অবস্থা দেখিয়ে দিল্লি যাত্রা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেজন্য এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। আগামী শুক্রবার মামলার শুনানি।
ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি আবেদন জানিয়েছেন আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বলকে। এদিন ইডির আরজির শুনানি হয়নি দিল্লির বিশেষ আদালতে।
বাংলায় গরু পাচার সংক্রান্ত সমস্ত ঘটনা ঘটেছে তবে কেন দিল্লিতে অনুব্রতকে জেরা করা হবে? এই প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের জেলা সভাপতি। আদালত জানিয়েছে, দিল্লি নয়, জেরা করা হোক কলকাতাতেই। অভিষেকের বিষয়টা সম্পূর্ণ আলাদা, ইডির আইনজীবীর পালটা দাবি।
ইতিমধ্যেই দিল্লিতে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে এবং তার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও জেরা করেছে ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে। একটানা প্রায় সাড়ে পাঁচঘণ্টা ধরে জেরার পর গ্রেফতার হন অনুব্রত মণ্ডল।