ফের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে অনুব্রত মণ্ডলের !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ফের অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে । সূত্রের খবর , অনুব্রতকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে। গতকাল অর্থাৎ বুধবার অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় জামিনের জন্য সময় চাইল সিবিআই । এর জেরে শুনানি পিছিয়ে যায় । ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল অনুব্রতর হয়ে জিজ্ঞাসাবাদ করেন । সিবিআই পাল্টা হলফনামা দেওয়ার জন্য সময় চেয়েছে । এদিন মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে ওঠেছে । তিনি পিএমএলএ মামলায় ১৭ নভেম্বর থেকে জেলে রয়েছেন । বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন , ‘তাহলে এক মাসের কম সময় জেলে আছেন।’

সূত্রের খবর তাঁর আইনজীবীরা জানিয়েছে , ‘এমানুল হক ইতিমধ্যেই জামিন পেয়েছেন, সতীশ কুমারও জামিন পেয়েছেন। কিন্তু যিনি মূল অভিযুক্ত নন, সেই অনুব্রত মণ্ডল ১১০ দিন জেলে আছেন। শুধু ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে জেলে রাখা আছে ।’ তবে অনুব্রত আপাতত জামিন পাচ্ছেন না । এবার অনুব্রত দু’টি আর্জি নিয়ে আদালতে গিয়েছিলেন । একটি জামিন মামলা। আজকে যার শুনানি ছিল । সিবিআই এখনও অনুব্রতর বিরুদ্ধে প্রত্যক্ষ কোনও প্রমাণ পাননি।

তাঁর আইনজীবীরা বলেছেন , গরু পাচার মামলায় যুক্ত অনুব্রত মণ্ডল এটা এখনও প্রমাণ হায়নি । এই জন্য অনুব্রতকে সরাসরি তাকে অভিযুক্ত বলা যাবে না। এরই পাল্টা সিবিআইয়ের বক্তব্য, সম্প্রতি তাদের হাতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে। বিশেষ করে লটারির মাধ্যমে টাকা পয়সার যে হিসাব এসেছে তার আরও তদন্ত দরকার। অনুব্রত-মামলায় শুধু সিবিআই নয়, ইডিও তদন্ত করছে । অনুব্রতকে ইডি দিল্লিতে নিয়ে যেতে মরিয়া । ঠিক এই অবস্থায় কলকাতা হাইকোর্টে ইডি অনুব্রতর মামলার স্থগিতাদেশ চেয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে । তার শুনানি অবশ্য ২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *