অনুব্রতর লটারি রহস্য আরও ঘনীভূত হচ্ছে, বিস্ফোরক কটাই শেখ

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ যত দিন এগোচ্ছে অনুব্রত মণ্ডলের লটারি রহস্য বাড়ছে। জোর করে লটারির টিকিট কেড়ে নেওয়া হয়েছিল, লটারি বিজেতা নূর আলির বাবা কটাই শেখের দাবি। প্রায় সাতদিন ভয় দেখিয়ে লটারি বিজেতাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। ওই ব্যক্তির কথা আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখছে সিবিআই। শুভেন্দু অধিকারী টুইটের মাধ্যমে জানান ডিয়ার লটারি আদতে কালো টাকা সাদা করার পন্থামাত্র। তিনি নিজে লটারি কিনেছিলেন নাকি অন্য কেউ কিনে জিতেছেন এরকম নানা তথ্যের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার রাতে সে সব তথ্যের খোঁজে রতনপল্লিতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার ভোর হতে না হতেই বড় শিমুলিয়ার বাসিন্দা নূর আলির বাড়িতে যায় সিবিআই, সূত্রের খবর। নূর আলির থেকে লটারির টিকিট নিয়েই কোটিপতি হয়েছিলেন অনুব্রত মণ্ডল, এমনই জানা গিয়েছে। আধিকারিকরা তাঁর বাড়ি থেকে লটারির টিকিট-সহ নানা নথিপত্র সংগ্রহ করেন। এদিন তাদের বেলা ১১টা নাগাদ নূর আলি ও তার দাদাকে রতনপল্লির অস্থায়ী সিবিআই ক্যাম্পে তলব করা হয় তাদের। ব্যাংকের যাবতীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়মতো সিবিআই আধিকারিকদের কাছে যান তারা।
এমতাবস্থায় দুই ছেলের সিবিআই হাজিরার মাঝে বিস্ফোরক লটারি বিজেতার বাবা কটাই শেখ। তিনি জানান, ছেলে ১ কোটি টাকার লটারি জিতেছে। সেই লটারির জন্য স্থানীয় তৃণমূল নেতারাই নাকি চাপ দেন। লটারির টিকিটের বিনিময়ে ৭ লক্ষ টাকা দেওয়া হবে, এমনই জানানো হয়েছে। শেষ পর্যন্ত কিছুই দেওয়া হয়নি, সূত্রের খবর। লটারির টিকিট নিয়ে নেওয়া হয়। কটাই শেখ জানান, আতঙ্কে প্রায় সাতদিন তাঁরা গ্রামছাড়া ছিলেন। দুই ছেলে নূর ও মিঠুন কী উত্তর দেন, এর উপরেই তদন্তের গতিপ্রকৃতি নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *