জনস্বার্থ মামলায় দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : লালন শেখ সিবিআই হেফাজতে ছিল । লালন শেখের মৃত্যু নিয়ে আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । এবার সেই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল। সেই মামলার শুনানি সব পক্ষ রাজি থাকলে বুধবারই হতেও পারে । অন্যদিকে, সিবিআই-এর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজ করার আবেদন জানিয়ে আরও একটি মামলা হয়েছে আদালতে । আজ,বুধবার হাইকোর্টে সেই মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে ।

প্রশ্ন উঠছে, কীভাবে সিবিআই-এর হেফাজতে লালন শেখের মৃত্যু হল? সেই জেরে মঙ্গলবারই মামলা দায়ের করা হয় । সিবিআই দাবি করেছে লালন শেখ আত্মঘাতী হয়েছেন । সূত্রের খবর , লালন শেখের মৃত্যুর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তও হয়েছে । অন্যান্য মামলার সঙ্গে যুক্ত অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছেন । আজ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সেই মামলার শুনানি বিকেল ৩ টে নাগাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর ,তাঁরা দাবি করেছে , লালনকে হার্ড ডিস্কের জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল । এমনকি এই হার্ড ডিস্কের খোঁজে সিবিআই অফিসারেরা পৌঁছে গিয়েছিলেন তাঁর বাড়িতে ।

ইতিমধ্যেই এসপি সিবিআই , ডিআইজি সিবিআই-সহ সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । লালনের পরিবারের তরফে থেকে অফিসারদের নাম উল্লেখ করেছে । সেই অফিসারদের তালিকায় রয়েছে সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ ভট্টাচার্য নামে দুই সিবিআই- অফিসারের নাম । আর এই দুই আধিকারিকই গরু পাচার মামলায় তদন্ত করছেন।

অবশেষে লালনের ময়নাতদন্ত শেষ হয়েছে । তাঁর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে । কিন্তু লালনের পরিবার ফুঁসছে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *