ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা । বিশ্বকাপের গ্রুপ পর্বে চার বছর আগে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া । এবার কাতারে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে সেই ৩-০ গোলেই হারিয়েছে আর্জেন্তিনা । আর্জেন্তিনা পৌঁছে গেল ফাইনালে। লিওনেল মেসিরা ফ্রান্স-মরক্কো ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবেন ।

বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম দিকে গোল করলেন লিওনেল মেসি । গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল করার উদাহরণ ছিল বাতিস্তুতার। তবে বাতিস্তুতার আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে ১০ গোল ছিল ।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে মেসি সেই রেকর্ড করেছিলেন । মঙ্গলবার আর্জেন্তিনার অধিনায়ক ভারতীয় সময়ে মধ্যরাতের ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন । মেসির ১১টি গোল হয়ে গেল । তিনিই বর্তমান আর্জেন্তিনার বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ।

উল্লেখ্য এদিন কিংবদন্তি পেলেকে স্পর্শ করার সুযোগ ছিল আলভারেজের সামনে । একটি গোল করলেই ফুটবল সম্রাটের নজির স্পর্শ করতেন। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র পেলেরই সেমিফাইনালে হ্যাটট্রিক রয়েছে। তবে ম্যাচ জয় কার্যত নিশ্চিত হয়ে যেতে আলভারেজকে তুলে নেন লিওনেল স্কালোনি। তরুণ ফুটবলারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি আর্জেন্তিনার কোচ। যাতে তাঁকে তরতাজা অবস্থায় ফাইনালে পাওয়া যায়।

আর্জেন্তিনা দ্বিতিয়ার্ধে ক্রোয়েশিয়া বক্সে পর পর আক্রমণ তুলে আনে । এর ফলও মেলে। তখন ম্যাচের বয়স ৬৯ মিনিট । তবে মেসি মাঝমাঠ থেকে বল নিয়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েন । ক্রোটরা ব্যর্থ হয় মেসির গতির সঙ্গে পাল্লা দিতে। মেসি বক্সের ডানদিকে গিয়ে টার্ন করে ডিফেন্ডারদের বোকা বানান । তিনি ক্রোয়েশিয়ার চারজন ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য পাস বাড়ান । আলভারেজ গোল করতে ভুল করেননি । এগিয়ে যায় ৩-০ ব্যবধানে আর্জেন্তিনা । ক্রোয়েশিয়া গোটা ম্যাচে আর ব্যবধান কমাতে পারেনি। লুকা মদ্রিচ-ইভান পেরিসিচদের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *