
অরিজিতের ‘গেরুয়া’, সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : কলকাতা চলচ্চিত্রের ২৮ তম উৎসবে অরিজিৎ সিং উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া , অরিজিৎকে মঞ্চে বরণ করে নিয়েছিলেন । অরিজিৎ মঞ্চে উঠে বলেন, “আমরা সবাই ছবি দেখতে ভালবাসি। কোভিডের পরে আবারও একটা বিষয় নিয়ে উৎসাহ তৈরি হল। এমন একটা জায়গা যেখানে ছবি নিয়ে বিনোদনও হয়, দেশের কথা জানতে পারি, শিক্ষাও বাড়ে। সবাইকে আমার প্রণাম”। এরপরেই দেখা যায় অরিজিতের উদ্দেশে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। অরিজিৎও নিরাশ করেননি। তিনি বলেন, “একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে।” এরপরেই গান ধরেন তিনি। প্রথমে রাজ চক্রবর্তীর পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে । তখন গোটা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ে । কিন্তু বাকি চমক ছিল পরে । অরিজিৎ , শাহরুখকে নিবেদন করে ধরেন সেই জনপ্রিয় গান,”রঙ দে তু মোহে গেরুয়া ”। ফলে এতেই নানা মিম ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরাও পেয়েছেন মজার রসদ। মুখ্যমন্ত্রীর সামনেই ‘গেরুয়াস্তুতি’– চলছে কমেন্ট-ব্যান্টারও। রাজনীতি আর গেরুয়া রঙ যেন মিলেমিশে গিয়েছে ।
উল্লেখ্য , বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে তারাদের ঢল নেমেছিল । অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান– সকলেই উপস্থিত ছিলেন । যদিও শাহরুখ ও অমিতাভের কিছু কথার ফলে বিতর্কেরও সৃষ্টি হয় । অমিতাভ বচ্চন ওই মঞ্চ থেকেই বলেন, “আমি নিশ্চিত মঞ্চে উপস্থিত আমার সহকর্মীরা নাগরিক স্বাধীনতা এবং ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন উঠছে সে বিষয়ে একমত হবেন।” অন্যদিকে শাহরুখ খানও সাম্প্রতিক কালে বয়কট ট্রেন্ড নিয়ে এক দীর্ঘ মতামত প্রকাশ করেন । এর ফলে রাজনৈতিক তরজা শুরু হয় । এদিন ধুমধাম করে পালন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা , জয়া বচ্চন , কুমার শানুসহ অনেকেই। এদিন শাহরুখ খান ও অমিতাভ বচ্চন বাংলায় ভাষণ দেন । এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন , অমিতাভকে ভারতরত্ন দেওয়ার। সবশেষে বলা যায় কলকাতা চলচ্চিত্রের ২৮ তম উৎসব ধুমধাম করে জমে যায়।