
অস্ত্রপাচারকারী নাবালক, তদন্তে বিহারে লালবাজারের এসটিএফ
24Hrs Tv, ওয়েব দেস্কঃ মেলেনি ঝাড়খণ্ডের হোমিওপ্যাথিক চিকিৎসকের শংসাপত্র। বিহারের বোর্ড পরীক্ষার শংসাপত্র হাজির করল মুঙ্গেরি অস্ত্র পাচারকারী তরুণ। সেই শংসাপত্র আসল না কি জাল, তা যাচাই করতে এবার বিহারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি টিম।
গ্রেফতার বাবা মহম্মদ ইমতিয়াজ ওরফে আব্বু ও তার ছেলে মহম্মদ সাহিল মল্লিক। জানা গিয়েছে, কলকাতায় কার্বাইনের মতো অস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ে তারা। উদ্ধার হয় জাল নোটও। তার বয়স ১৭ বছর, ধৃতের দাবি।
ধৃতের পরিবারের লোকেরা ঝাড়খণ্ডের এক হোমিওপ্যাথি চিকিৎসকের শংসাপত্র পেশ করে বয়সের প্রমাণ হিসেবে। কিন্তু তাতে সন্দেহ হয় এসটিএফ আধিকারিকদের। এরপরই সাহিলের পরিবারের লোকেরা মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র পুলিশের সামনে হাজির করে। জানা যায়, মুঙ্গেরের একটি স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সে। শংসাপত্রের বয়স অনুযায়ী, সে এখনও নাবালক।
কিন্তু ওই পরীক্ষার নথি নিয়েও সৃষ্টি হয়েছে সন্দেহ। চলতি সপ্তাহেই লালবাজারের নির্দেশে বিহারে পৌঁছেছে এসটিএফের একটি টিম। সে যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, সে স্কুলেও যাচ্ছে এসটিএফের টিম, সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।