
আবারও ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার, উদ্ধার ২
24HrsTv, ওয়েব ডেস্কঃ ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। আজ সকাল পৌনে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। এরইমধ্যে হেলিকপ্টার ভেঙে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি খুবই দুর্গম হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। অরুণাচলে দুবারই ভেঙেছে সেনার হেলিকপ্টার। সূত্রের খবর, শুক্রবার সকালে অরুণাচলের টুটিং এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটিও ভেঙে পড়ে। গুয়াহাটির প্রতিরক্ষা পিআরওর তরফে জানা গিয়েছে, লিকাবলি এলাকা থেকে টেক অফ করেছিল ওই হেলিকপ্টারটি। এরপর হঠাৎই সিংগিং গ্রামের কাছে ভেঙে পড়ে সেনার চপার। ওই হেলিকপ্টারে কে কে ছিল, সেই বিষয়ে কিছু জানা যায়নি সেনার তরফে।
স্থানীয় পুলিশ আধিকারিকরা জানান, দুর্গম জায়গায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। সিয়াং জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট জুম্মার বাসার বলেছেন, “যেখানে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেখানে গাড়ি করে যাওয়া যায় না। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ” সূত্রের খবর, কেবলমাত্র একটি ঝুলন্ত সেতুর সাহায্যেই ঘটনাস্থলে যাওয়া যায়। ভারতীয় সেনা ও বায়ুসেনার যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চালানো হচ্ছে। জানা গিয়েছে, দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এও জানা গিয়েছে, মোট পাঁচজন যাত্রী ছিলেন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে।
সমস্ত ঘটনার কথা জেনে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি লিখেছেন, “ভারতীয় সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভেঙে পড়ার খবরে আমি খুবই চিন্তিত। অরুণাচল প্রদেশের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল।” প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসের ৫ তারিখে একইরকম ভাবে ভেঙে পড়েছিল সেনার একটি হেলিকপ্টার। সেখানে মৃত্যু হয় হেলিকপ্টারের চালকের।