উন্নয়ন নিয়ে বচসার ফলে কাপ-ডিশে দাঁত ভাঙল কাউন্সিলরের !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : কালনা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরের মধ্যে তুমুল বচসা বাঁধল। অভিযোগ উঠেছে , ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দিকে কাপ ছুড়লেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার ফলে ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আহত হন । জেলা তৃণমূল সভাপতি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে শোকজ করেন । যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত কাউন্সিলর।

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু, কালনা পুরসভার জঞ্জাল ও নিকাশি বিভাগের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি, ওয়ার্ডে নিকাশির কাজ হচ্ছে না। তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠান ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। উল্লেখ্য , বুধবার কালনা পুরসভায় কাউন্সিলরদের বৈঠক ছিল । সেখানেই কেন মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে? তা নিয়ে বচসায় জড়ান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাস এবং অনিল বসু । অভিযোগ ওঠে , সেই সময় তাপস দাসকে লক্ষ্য করে অনিল বসু চেয়ার, কাপ ডিশ ছুড়তে শুরু করেন । একটি কাপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মুখে লাগে। ফলে তাঁর দাঁত ভেঙে যায় ।

সূত্রের খবর , কালনার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দাস মন্তব্য করেছেন , “নিকাশির কাজ হচ্ছিল না বলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানায়। তাই আমার দিকে কাপ ডিশ ছোড়ে অনিল বসু। আর সেটা মুখে লাগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ।” কালনা থানায় তৃণমূল কাউন্সিলর অনিল বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুর চেয়ারম্যান। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কাটোয়া-কালনা রাজ্য সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা। অভিযুক্ত অনিল বসুকে শোকজ করেছেন তৃণমূলের জেলা সভাপতি। আর এই ঘটনা সামনে আসতেই শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কালনা পুরসভায় তৃণমূলের কোন্দল বন্ধ হচ্ছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *