
অভিষেকের নির্দেশে ২৪ ঘণ্টা পার হতে না হতেই রাস্তা নিয়ে মাপজোক শুরু,খুশি এলাকাবাসী
24Hrs Tv ওয়েব ডেস্ক : সামনে পঞ্চায়েত ভোট, এই উপলক্ষে বিভিন্ন জায়গায় কর্মসূচী শুরু করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ই কমান্ডো। প্রচারে যাতে কোন খামতি না থাকে, সেই বিষয়ে নজর রাখছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সাথে সংযোগ বাড়াচ্ছেন, তাঁদের সমস্যাগুলো নিজের হাতে দায়িত্ব সহকারে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ২৪ ঘণ্টার মধ্যে ফল। রবিবার এলাকায় এসে আশ্বাস দিয়ে গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই রাস্তার মাপজোক শুরু হয়ে গেল বড়বৈনান মণ্ডলপাড়ায়। পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের বড়বৈনান মণ্ডলপাড়ার একটি রাস্তা পরিদর্শন করে গেলেন প্রশাসনিক আধিকারিকরা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়নায় সভা করেন। তার আগে সুবলদহ গ্রামে রাসবিহারী বসুর প্রতিকৃতিতে মাল্যদান করতে যান তিনি। বড়বৈনান মণ্ডলপাড়ার বেহাল রাস্তা দিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের সমস্যার কথাও শোনেন তিনি। অভিষেকের নির্দেশে ২৪ ঘণ্টা পার হতে না হতেই রাস্তা নিয়ে তৎপরতা শুরু। কাজ চলবে দ্রুতগতিতে এমনটাই জানিয়েছেন তিনি।
দীর্ঘদিনের রাস্তার সমস্যার কথা রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান এলাকার লোকজন। সোমবার দেখা যায় গ্রামে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এলাকাবাসিদের অভিযোগ, রাস্তা হবে বলেও হয়নি, বেহাল দশা রাস্তার। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়নায় সভা করতে যাওয়ার আগে বড়বৈনানের মণ্ডল পাড়ায় ঘুরে ফেসবুকে পোস্ট করেছিলেন। যেখানে বলেছিলেন, ‘এলাকাবাসী এখনও গ্রাম সড়ক যোজনার সুবিধা পাচ্ছেন না। তাঁরা তাঁদের ক্ষোভ আমাকে জানালেন। আমি কথা দিয়েছি, দিল্লির বুক থেকে আমি তাঁদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনবই। রাজধানী কাঁপবে জন আন্দোলনে। মানুষের জন্য যতদূর পর্যন্ত পৌঁছনো যায় আমি যাবো।’
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তার হাল দেখে মণ্ডলপাড়ার বাসিন্দাদের কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছিলেন অভিষেক। সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রাখার কথাও জানিয়েছিলেন। কিন্তু রাস্তা ঠিক করে দেওয়া নিয়ে গ্রামবাসীদের অনুরোধ ফেলতে পারেননি। কথা দিয়েছিলেন, আন্তরিক ভাবে চেষ্টা করবেন। সূত্রের খবর, এর পরেই পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এবার সেই রাস্তা তৈরির মাপজোক শুরু হয়ে গেল বড়বৈনান মণ্ডলপাড়ায়।
Average Rating