
24Hrs Tv-র পক্ষ থেকে ‘সেরা পুজো’ সম্মান পেলো অশ্বিনীনগর অভিযাত্রিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি
Read Time:1 Minute
24Hrs Tv ওয়েব ডেস্ক : তিলোত্তমা এখন পূজোর সাজে সেজে উঠেছে। যেদিকেই নজর যায় সেদিকেই আলোর রোশনাই। এক একটি মণ্ডপ ভিন্ন ভিন্ন সাজের মধ্যে দিয়ে তাদের এবারের পূজোকে ফুটিয়ে তুলেছে। তাদের ভাবনার মধ্যে দিয়ে দেখা দিয়েছে প্রতিমাও। আর এমনই একটি পূজো হল অশ্বিনীনগর অভিযাত্রিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৩৭ তম বর্ষে পা দিয়ে তাদের ভাবনা আনন্দধারার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে গোটা মণ্ডপ।
মণিপুর নৃত্যের মধ্যে দিয়ে এক সুবিশাল মণ্ডপ সজ্জায় গোটা কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অশ্বিনীনগর অভিযাত্রিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এই ভাবনাকে সম্মান জানিয়ে 24HRS TV-র পক্ষ থেকে ‘সেরা পূজো’ অ্যাওয়ার্ড তূলে দেওয়া হয় পূজো কমিটির সদস্যদের হাতে। সেরা পূজোর সম্মান পেয়ে খুশী হন পূজো কমিটির সকল সদস্যরা।