
১৭ বছর বয়সেই মিলবে ভোটাধিকার, সিদ্ধান্ত কেন্দ্রের
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ নাম তোলার সময়সীমা চূড়ান্ত ভোটার তালিকায় কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। গত বৃহস্পতিবার মন্ত্রকের তরফে জানানো হয় আগামী বছর এপ্রিল, জুলাই অথবা অক্টোবরে সতেরো বছর পূর্ণ করলেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আর একবছর অপেক্ষা করতে হবে না। উল্লেখ্য, আগের নিয়ম অনুযায়ী ১ লা জানুয়ারির আগে যদি কেউ ১৮ বছর বয়স পূর্ণ করে, শুধুমাত্র তারাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে।
আগে বছর সতেরো পূর্ণ করলেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হত। চুড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠার জন্য একবছর অপেক্ষা করতে হত নতুন ভোটারদের। এখন সেই সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইনমন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে জানানো হয় আগামী বছর এপ্রিল, জুলাই অথবা অক্টোবরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে নতুন ভোটাররা। ১ এপ্রিল, ১ আগস্ট বা ১ অক্টোবরের আগে যদি কেউ ১৭ বছর বয়স পূর্ণ করে, তাহলে ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারবে।
প্রতিবছর চার মাস অন্তর ভোটার তালিকায় সংশোধন ও সংযোজনের কাজ হয়। ঠিক তারপর জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। ফলে এখন থেকে নতুন ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য একবছর অপেক্ষা করতে হবে না বলে মন্ত্রকের তরফে জানানো হয়। সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি নতুন ভোটারদের কাছে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন।
পাশাপাশি আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। কিছুদিনের মধ্যেই নতুন আবেদনপত্র প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।