ষাট বছররেও দ্বিতীয় বিয়ে আশিস বিদ্যার্থীর, করূপালির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি

Read Time:3 Minute, 7 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : এতদিন বড় পর্দায় খল চরিত্রে দর্শকদের কাছে ধরা দিয়েছেন আশিস বিদ্যার্থী। সবাই তাঁকে চেনে খল চরিত্রে। ভিলেনের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকরা। কতটা রোম্যান্টিক বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী তা আবারও প্রমাণ করে দিলেন তিনি। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার মালাবদল করে প্রমাণ করে দিলেন তিনি ঠিক কতটা রোমান্টিক। ভালোবাসার সত্যিই কোনও বয়স না। ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে যেন প্রমাণ করে দিলেন জাতীয় পুরস্কারজয়ী তারকা আশিস বিদ্যার্থী। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতি আশীষ-রূপালির ছবি দাবালনের গতিতে ছড়িয়ে পড়তেই সকলে চমকে গিয়েছেন। ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী।

তবে আশিসের আরও একটি পরিচয় আছে। তিনি ছিলেন কলকাতার জামাই। প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। জামাই ষষ্ঠীতে সেরা উপহার দিলেন শাশুড়িকে, একেবারে বিয়েই করে ফেললেন তাঁর পছন্দের মেয়েকে। এ এক নতুন চমক। অভিনেতার প্রথম স্ত্রী হলেন রাজশী বড়ুয়া। এই পরিস্থিতিতে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া জানান যে, ‘এত বছরে ওদের মধ্যে কোনও ঝগড়া দেখিনি। কী হল বলতে পারব না। আমি আমার মেয়েকে নিয়ে আর পাঁচ জন মায়ের মতোই চিন্তা করি। কিন্তু জানি, ও ভাল আছে। আমি আর কিছুই চাই না। আশিসও ভাল ছেলে। আশিসকে আমার তরফ থেকে আশীর্বাদ রইল।’ তিনি এই বিষয়ে আরও জানিয়েছেন যে তাঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক সুতরাং তাঁদের দুজনের যা সিধান্ত নিয়েছেন তাঁকে সমর্থন করেন তিনি।

আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বার বিয়ের পরে পরেই রাজশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ” যে তোমার কাছের মানুষ, সে কখনও জিজ্ঞেস করবে না, তার কাছে তোমার মূল্য ঠিক কতটা।” তিনি আরও লেখেন যে জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী।” এই নিয়ে জল্পনার আর শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। এটা আক্ষেপ নাকি অভিমান, নাকি রাগ কিছুই বোঝা যায় নি। তবে খুশি প্রাক্তন স্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *