
আসছে অতনু ঘোষ পরিচালিত ছবি ‘আরো এক পৃথিবী’
চার প্রবাসী বাঙালির গল্প নিয়ে আসছে অতনু ঘোষ পরিচালিত ছবি ‘আরো এক পৃথিবী’। ঘোষণা করা হল ছবির নতুন মুক্তির তারিখ। ২০২৩ সালের ৩ রা ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। ছবির সম্পূর্ণ শ্যুটিং হয়েছে লন্ডনে।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাঁরা সর্বক্ষণ জীবনের পথে দৌড়ে বেড়াচ্ছেন। উদ্দেশ্য একটাই, নিরাপদ আশ্রয়ের খোঁজ। এরকম কিছু মানুষের জীবনের গল্প নিয়েই আসছে ‘আরো এক পৃথিবী’। প্রকাশ্যে এল ছবির নতুন প্রোমো এবং আরও এক টিজার। ছবির গল্প আবর্তিত হয় চার চরিত্রকে ঘিরে। শেষ পর্যন্ত, চার চরিত্রের তাঁদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনার মুখোমুখি হওয়া ছাড়া কোন বিকল্প থাকে না। চার চরিত্র হল প্রতীক্ষা, আয়েশা, শ্রীকান্ত মুন্সি, অরিত্র চট্টোপাধ্যায়। ছবিতে প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। আয়েশার চরিত্রে অনিন্দিতা বসু, শ্রীকান্ত মুন্সির চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অরিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে সাহেব ভট্টাচার্যকে দেখা যাবে। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র।