বানতলায় সিপিএম-এর মিছিলে হামলা, জখম ৭ !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : ভাঙড়ের বানতলায় সিপিএমের মিছিলে হামলা । আজ জাঠার সমর্থনে মিছিলের আগেই জমায়েত করেছিলেন সিপিএম সমর্থকরা।এবার তৃণমূলের দিকে অভিযোগের তির । এই ঘটনায় হইচই বানতলায় । সূত্রের খবর , অভিযোগ জমায়েত হতেই হামলা চলে। তবে অন্তত জখম ৭ জন সিপিএম কর্মী। মার খেয়ে সিপিএম সমর্থকদের অনেকে পালিয়েও যান। সূত্রের খবর ,জখমদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তারপর ফের মিছিলও শুরু হয়েছে। তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

তবে এর আগেও শাসকদলের বিরুদ্ধে বামেরা একাধিক হামলার অভিযোগ তুলেছে । গত অক্টোবরেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের বইয়ের স্টল ভেঙে দিয়েছে। সেই ঘটনার প্রতিবাদে রাসবিহারীর শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রচারের জন্য একটি অটোও রাখা হয়। ঠিক সেই সময়েই আবারও তৃণমূলের একাধিক দুষ্কৃতী তাঁদের দিকে ছুটে আসে এবং হামলা চালায় বলে অভিযোগ করেন কমলেশ্বর। শুধু এখানেই শেষ নয়, পরিচালক আরও জানান, ‘বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের ওপর হামলার চেষ্টা’ করা হয়। তিনি পুরো ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগ তোলেন ।

সূত্রের খবর , তাঁর কথায়, ‘ওই অঞ্চলে জমায়েত করা যাবে না, এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে।’ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যেকে যারা হামলার থেকে বাঁচাতে গিয়েছিলেন, গ্রেফতার করা হয় তাঁদেরকেও, বলে জানান তিনি। পরিচালকের দাবি, ‘যে কোনও গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং কন্ঠরোধ করার চেষ্টা এটা। গ্রেফতারির কোনও কারণ স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। কেবল বলা হয়েছে, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জমায়েত করা যাবে না। সূত্রের খবর ,’ যদিও কুণাল ঘোষ পরে টুইটারে লেখেন, ‘বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূল কংগ্রেসেরও স্টল আছে।… সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *