বাসযোগ্যের বিচারে দুনিয়ার সেরা শহর অকল্যান্ড

Read Time:2 Minute

সম্প্রতি দ্য ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সমীক্ষায় দেওখা গেল্ছে বাস যোগ্যের নিরিখে দুনিয়ার সেরা শহর হলো নিউ জিল্যান্ডের অকল্যান্ড। বিগত তিন বছর ধরে শীর্ষে ছিল অস্ট্রিয়ার শহর ভিয়েনা। এ বছরের তালিকায় ভিয়েনা প্রথম দশে নেই।

এই তালিকায় বাসযোগ্যতার বিচারে দ্বিতীয় স্থানে জাপানের শহর ওসাকা। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড আছে তিন নম্বরে। নিউ জিল্যান্ডের ওয়েলিংটন আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে জাপানের টোকিও। যেখানে কয়েক মাস পরেই আয়োজিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক্স। অস্ট্রেলিয়ার পারথ আছে ষষ্ঠ স্থানে। তার প্রথম ৬টি স্থানে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানের দুটি করে শহর আছে তালিকায়। প্রথম দশে ইউরোপের দুটি শহরই সুইজারল্যান্ডের (জুরিখ ও জানেভা)। অ্যাডিলেড, পারথ-এর পাশাপাশি মেলবোর্ন, ব্রিসবেন-এই তালিকার সেরা দশে আছে অস্ট্রেলিয়ার মোট চারটি শহর।

বিভিন্ন কারণে এবার ভিয়েনা ১২ নম্বর স্থানে নেমে গিয়েছে। ভারতের কোনও শহর বাসযোগ্যতার বিচারে বিশ্বের সেরা দশে নেই। দূষণহীন পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে শুরু করে জীবনযাত্রার মান, আইনশৃঙ্খলা- জনগণের সুরক্ষা, যানবাহন ব্যবস্থা, বেকারত্ব- এই সব বিষয় সহ নানা দিক বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *