
অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে নেয় বোলিং
24Hrs Tv ওয়েব ডেস্ক : ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত বনাম অস্ট্রেলিয়া এই মহাযুদ্ধে টসে জেতে অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বলিং নেয়। ভারত তাই প্রথমে নামে ব্যাটিং এ। টানটান উত্তেজনায়ে সকল দর্শকরা বোসে গেছেন টিভির সামনে।এই স্টেডিয়ামে বিকেলে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। খেলা দেখবে স্টেডিয়ামে বসে।
ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছেছে শচীন টেন্ডুলকার। সূত্র খবর অনুযায়ী, বিকেলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে খেলা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলা হোক কিংবা উজ্জয়িনী দেবী তারা মা থেকে শুরু করে দেবা দি দেব মহাদেব সকলের কাছেই প্রার্থনা করছে ক্রিকেট ভক্তরা। সকাল থেকে বাংলার একাধিক জায়গায় চলছে হোম যজ্ঞ। ২০১১ এর পর আবার বিশ্বকাপ ট্রফি যাতে এই ভারতেরই হয় তার জন্য উঠে পড়ে লেগেছে ভারতবাসী। এখন অপেক্ষা শুধু দুপুর দুটোর। উত্তেজনা টানটান নিয়ে ভারতবাসী সকলে টিভির সামনে বসে পড়েছেন। এবং ক্লাব রাস্তায় লাগানো হচ্ছে বড় স্ক্রিন। বাংলা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরত্বে আমেদাবাদ নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে চলবে খেলা। আর যারা টিকিট পেয়ে যাচ্ছে আমেদাবাদে তাদের তালা তাই একটা উত্তেজনা। কিন্তু যারা ঘরে বসে সকলের সাথে খেলা দেখবেন তাদের মধ্যে উত্তেজন একদম টানটান।