
অযোধ্যার সাধুর বক্তব্য, ‘পাঠান দেখালে সিনেমা হল জ্বালিয়ে দিন’
গোটা দেশ উত্তাল ‘পাঠান’ বিতর্কে । গেরুয়া রঙের বিকিনি পরার জন্য প্রথমেই সমালোচনার মুখে পড়তে হয় দীপিকা ও শাহরুখ খানকে। এরপরই শাহরুখকে জ্বালিয়ে খুন করার হুমকি দেওয়া হয়। সোমবার ফের হুমকির মুখে পড়তে হয় শাহরুখকে। অযোধ্যার সাধু মোহন্ত পরমহংস দাস সোমবার শাহরুখের পিন্ডদানের রীতি মেনে একটি পুজো করেন, যাকে হিন্দিতে বলে তেরভী। মানুষের মৃত্যুর ১৩ দিন পরেই এই রীতি পালন করা হয়। তাঁর মতে, এটি জিহাদের শেষ, যা ছবির মধ্যে দিয়ে শুরু করেছিলেন শাহরুখ খান নিজেই।
সোমবার অযোধ্যায় একটি মাটির পাত্র নিয়ে তিনি পুজোয় বসেন। কয়েকটি মন্ত্রোচারণের পর সেই পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে দেন তিনি। এরপর সেই সাধু বলেন, ‘আমি সবাইকে আবেদন করছি, যে যে হলে পাঠান রিলিজ করবে, সেই সেই হলে আগুন লাগিয়ে দিন। বলিউড ও হলিউড সমানে সনাতন ধর্মকে নিয়ে মজা করছে, হিন্দু দেব দেবীদের অপমান করছে। একইসঙ্গে তিনি ‘পাঠান’ ছবিটি বয়কটেরও ডাক দেন। ওই সাধু জানিয়েছেন, সনাতন ধর্মের মানুষরা নাগাড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। প্রসঙ্গত, ‘বেশরম রং’ বিতর্কে দেশজুড়ে ‘পাঠান’ ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এমনকি মুম্বইতে ‘পাঠান’ ছবির কলাকুশলীদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।