
বালুর শরীর এখন স্থিতিশীল, কবে ফিরবেন হাসপাতাল থেকে
24Hrs Tv ওয়েব ডেস্ক : হাসপাতাল সুত্রে খবর জোত্য়িপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নত। তবে রক্তে শর্করার পরিমাণ বেশি। এছাড়াও কিডনির সমস্য়া অতধ্য়িক তাই হাসপাতাল থেকে অর্ধতরল খাবার দেওয়া হয়েছে। এমআরআই ও করা হবে বলে হাসপাতাল সুত্রে খবর। তবে কি কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তা জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা। এখন জ্যোতিপ্রিয়ের হল্টার মনিটরিং চলছে। এটি হৃদ্যন্ত্রের একটি পরীক্ষা। এর মাধ্যমে হৃদ্স্পন্দনের মাত্রা বোঝা যায়। সোমবার মন্ত্রীর টিল্ট টেস্ট করা হতে পারে। চিকিৎসকদের সেই পরিকল্পনা রয়েছে। এটিও হৃদ্যন্ত্রের পরীক্ষা। হৃদ্রোগের সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে জোত্য়িপ্রিয়র হৃদযন্ত্রের পরিক্ষা করা করা হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে শুক্রবার জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছে ইডি। তাকে আদালতে তোলা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে থাকাকালীন ইডি আধিকারীকের দল জ্যোতিপ্রিয়র খোঁজ নিতে যান। রবিবারও তাঁর শারীরীক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাবেন ইডি আধিকারীক দল। সেই অনুযায়ী আদালতে রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সেই রিপোর্ট আদালতে জমা দেবেন তাঁরা।