
বাংলায় সবুজ পতাকা উড়িয়ে ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করা হল ‘বন্দে ভারত’-এর
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন । মায়ের প্রয়াণে আজ বঙ্গ যাত্রা বাতিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । প্রধানমন্ত্রী মোদীর মা-এর প্রয়ানে শোকেস্তব্ধ বাংলা ।বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন-এর পর তিনি বক্তব্য রাখেন, যে বাংলার মাটিতে ‘বন্দে মাতরম’-এর জন্ম হয়েছিল, সেই বাংলাতেই সবুজ পতাকা উড়িয়ে সূচনা করা হল ‘বন্দে ভারত’-এর । এই ভাষাতেই শুক্রবার নয়া ট্রেনের তাৎপর্য বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন সকাল ১১ টা ৪০ মিনিটে হাওড়া থেকে সূচনা হল বন্দে ভারত এক্সপ্রেসের । ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। এদিন শুধু পশ্চিমঙ্গে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে। সেই সব প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালিদের দেশভক্তি অতুলনীয়। তাঁর দাবি, বাঙালিদের কাছে সবার আগে দেশ। এদিন বক্তব্যের শুরুতেই তিনি জানান , ‘বন্দে মাতরম’ এর কথা উল্লেখ করেন। পরে তিনি বলেন, ‘দেশের প্রতি বাংলার মানুষের যে প্রেম, আমি সব সময়েই তার প্রশংসা করে থাকি।’

এদিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘বন্দে মাতরম’ এর কথা উল্লেখ করেন। পরে তিনি বলেন, ‘দেশের প্রতি বাংলার মানুষের যে প্রেম, আমি সব সময়েই তার প্রশংসা করে থাকি।’ দেশের বিভিন্ন জায়গা ভ্রমণে বাঙালিদের মধ্যে যে উৎসাহ দেখা যায়, সেটাও অন্যদের থেকে অনেক বেশি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সুযোগ পেলেই কেউ কেউ বিদেশে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাঙালিরা সবসময়েই দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে যান। মোদীর কথায়, ‘বাঙালির কাছে সবসময়েই আগে দেশ ।’ তাই রেল , মেট্রো সহ রাজ্যের পরিবহনে যে উন্নয়ন আসছে, তার ফল বাঙালিরাও পাবেন বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য এদিন বন্দে ভারত ট্রেন ছাড়াও সূচনা হয়েছে জোকা-তারাতলা মেট্রো রুটের । ওই রুট বিবাদী পর্যন্ত বর্ধিত হলে শহরবাসীর কতটা সুবিধা হবে, সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী । এদিন মোদীর মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তিও শোনা গিয়েছে । তিনি বলেন, ‘রবি ঠাকুর লিখেছিলেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।’ তাই মাতৃভূমিকে সবার আগে রেখেই কাজ করা উচিত , এমনটাই উল্লেখ করেছেন তিনি ।