
বিতর্কে জড়িয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান
বিতর্কে জড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। এদিন ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আবাহনী লিমিটেডের ম্যাচে বিতর্কে জড়ালো তাঁর নাম।
ঘটনার সূত্রপাত, ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে। শাকিবের প্রথম ও দ্বিতীয় বলে একটি চার ও একটি ছয় মারেন তারই জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম। বাকি তিনটি বলে আর রান পাননি মুশফিকুর। এরপর শেষ বলে শাকিব মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানান । কিন্তু আম্পায়ার তা নাকচ করে দেয়। এরপরই বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার লাথি মেরে স্টাম্প ভেঙে দেন। শুধু তাই নয় আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় শাকিবকে। এখানেই থেমে থাকেননি তিনি। ম্যাচের ষষ্ঠ ওভারে স্টাম্প তুলে ছুঁড়ে ফেলে দেন শাকিব।
এই ঘটনায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে ফেসবুকে তিনি ক্ষমা চেয়েছেন। শাকিব ফেসবুকে ক্ষমা চেয়ে লিখেছেন, “আমি মাঠে যে অন্যায় করেছি তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করছি। একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে এটা করা আমার উচিত হয়নি। মাঝে মাঝে ইচ্ছে না থাকলেও কিছু ঘটনা ঘটে যায়। আমি দল, প্রতিযোগিতার আধিকারিক ও আয়োজকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা।”