বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা
Desk: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার পরই ভারতের উদ্দেশে তিনি রওনা দিয়েছেন বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর। বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাস ভবনে ঢুকে গিয়েছিলেন বলে জানতে পারা গেছে।আন্দোলনে উত্তাল বাংলাদেশে, পুলিশ সহ মৃতের সংখ্যা প্রায় ৩০০র বেশি বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তিতে উঠে পড়ে বিখোভকারীরা। বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় এই মুহূর্তে পুলিশের দেখা নেই, ধীরে ধীরে রাস্তায় বাড়ছে বাংলাদেশ সেনা বাহিনীর সংখ্যা। সেনাপ্রধান জানিয়েছেন, ২৮ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীণ সরকার গড়বে এবং সব হত্যা ও অন্যায়ের বিচার হবে। পাসাপাসি ভারত বাংলাদেশ সিমান্তে হাই অ্যাালাট জারি করেছে BSF। ইতিমদ্ধে কোন ভারতিও নাগরিককে বাংলাদেসে না জাওয়ার জন্য আবেদন করেছিল ভারতের বিদেশ মন্ত্রক।