টলিউডে ফের বিয়ের সানাই, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বনী কৌশানি

Read Time:3 Minute, 6 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : ২০২১ সালে শুরু হয়েছে বনি-কৌশানি নতুন ইনিংস। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামে এই জুটি। তবে এই ক্ষেত্রে দু’জন দুটি ভিন্ন দলে। কৌশানি হেঁটেছে হবু শাশুড়ি মা পিয়া সেনগুপ্তর পথে। কিন্তু, বনি যোগদান করছেন গেরুয়া শিবিরে। রাজনীতির দিক থেকে দুজন ভিন্ন দলে হলেও মনের দিক থেকে খুব মিল তাঁদের। তাঁরা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছেন বহু দিন আগেই। আট বছর হল সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। নিজেদের প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। বারবারই প্রকাশ্যে একে অপরকে ভালবাসার কথা বলে এসেছেন বনি এবং কৌশানী। দুই পরিবারও খুশি তাঁদের সম্পর্ক নিয়ে। একসঙ্গে ঘুরতে যাওয়া কিংবা কোনও অনুষ্ঠানে খাওয়াদাওয়া, মুখোপাধ্যায় এবং সেনগুপ্ত পরিবারকে সর্বদা দেখা যায় পাশাপাশি। বহু দিন ধরেই তাই বনি-কৌশানীকে একসঙ্গে দেখলেই একটাই প্রশ্ন উঠে আসে। প্রেমপর্ব তো চলছে অনেক দিন। এ বার চারহাত এক হবে কবে? বিয়ের দিনক্ষণ কি ঠিক হল? তবে বরাবরই এই প্রশ্ন এড়িয়ে যান নায়ক-নায়িকা। তাঁরা এড়িয়ে গেলেও এমন প্রশ্ন এড়িয়ে গেলেন না নায়িকার বাবা। এবার তিনি জানালেন সুখবর।

এই বিষয় নিয়ে বনি-কৌশানিকে জিজ্ঞেস করতেই তাঁরা জানিয়েছিলেন যে, দীর্ঘদিন ডেট করছেন তাঁরা। স্বাভাবিকভাবেই ফ্যানেদের মধ্যে উৎসাহ, কবে বিয়ে করছেন তাঁদের পছন্দের জুটি? বনি জানান, ২০২৩ সালে বিয়ের চিন্তাভাবনা করছেন তাঁরা। তবে দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। এবার সেই সুখবর দিতে চলেছেন নায়িকার বাবা। এইবার সামনে আনলেন সত্যিটা এক সাক্ষাৎকারে বনি-কৌশানীর বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন কৌশানীর বাবা। তিনি বললেন,’২০২৪ সালে ওদের বিয়ে হবে।’ ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। এ দিন শহরের একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি-কৌশানীর বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন কৌশানীর বাবা। হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও। যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনও তথ্য জানা যায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *