
বেস্ট কোচ পুরস্কার স্প্যানিশ কোচ পেপ গুয়ার্দিওলার
ফুটবল প্রেমীদের কাছে সে বিশ্বের অন্যতম সেরা কোচ আজ থেকে নয় বিগত বেশ কয়েক বছর ধরে। কিন্তু কেন তাঁকে সেরা বলা হচ্ছে ? উত্তর পেপ গুয়ার্দিওলার পারফরম্যান্স। বার্সেলোনা, বায়ান মিউনিখ থেকে ম্যাঞ্চেস্টার সিটি গুয়ার্দিওলার ফুটবল মস্তিষ্কের ধার, এতটুকুও কমেনি। বরং দিন দিন যেন বেড়েই চলেছে। চলতি মরসুমে আবার দলকে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেছেন গুয়ার্দিওলা। তারই পুরস্কার এবার পেলেন এই স্প্যানিশ কোচ। লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের ভোটে সেরা কোচ হলেন পেপ।
এই নিয়ে দ্বিতীয় বার এই পুরস্কার পেলেন পেপ গুয়ার্দিওলা। স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি জেতার পর তিনি জানিয়েছেন, এই পুরস্কারের গুরুত্বই আলাদা,অনুভুতিও আলাদা। এই পুরস্কার পেলাম নিজের সহকর্মীদের ভোটে। এই পুরস্কারের কৃতিত্ব যেমন আমার ফুটবলারদের, ঠিক ততটাই কৃতিত্ব আমার সাপোর্ট স্টাফদের। যারা প্রত্যেক দিন, নিজেদের সেরাটা দিয়ে দলকে সেরা করার লড়াই চালিয়ে যাচ্ছে।