
ধান কেনাতেও বিস্তর কেলেঙ্কারি, খাদ্য-দুর্নীতি তদন্তে নয়া মোড়
24Hrs Tv ওয়েব ডেস্ক জুলি সাউ: রেশন দুর্নীতির তদন্তে এবার একাধিক আটাকল, গমের গোডাউনে হানা ইডির। আর সেখানেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুধু গম নয়, গমের সঙ্গে এবার জুড়ল ধানও। ধান-গম, কেলেঙ্কারি মিলেমিশে যেন একাকার কান্ড। সূত্রের খবর, খাদ্য দুর্নীতি নিয়ে নতুন মামলা দায়ের করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের দাবি, ইডি আদালতে রিমান্ড কপিতে জানিয়েছে তাদের হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে এই ধান কেনা নিয়ে দুর্নীতি সম্পর্কে আরও স্পষ্ট হয়েছে।

রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির আধিকরিকরা জানতে পেরেছে, সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনাতেও বিস্তর বেনিয়মের অভিযোগে বেশ কয়েক বছর আগে কলকাতার নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের হয়েছিল। খোদ খাদ্য দফতরের তরফেই দায়ের করা হয়েছিল ওই অভিযোগ। সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। সূত্রের দাবি, দালালদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনেছে মিল মালিকেরা। পরে কৃষকদের ভুয়ো নামের তালিকা তৈরি করে সমবায়ের মাধ্যমে মিল মালিকদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। এই বিষয়েই এবার তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে আবারও বেকায়দায় পড়তে চলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।