
আবারও বড় সাফল্য টলিউডে
24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : আবারও সাফল্যের এক ধাপ পৌঁছে গেলো টলিউড। ২০২৩, অক্টোবারের ১৯ তারিখে মুক্তি পেয়েছে’রক্তবীজ’। এই থ্রিলার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আবির চ্যাটার্জী, মিমি চক্রবর্তী’কে। বক্স অফিসে, বেশ প্রশংসিত হয়ছে এবং খ্যাতি অর্জন করেছে শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায়, ও নন্দিতা রায়ের মুভি ‘রক্তবীজ’। সাফ্যলের সাথে ছবি মুক্তি পাওয়ায় সেলিব্রেশন করে উদযাপন করলেন শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায়, এবং তাঁর স্ত্রী জিনিয়া সেন। এই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন বহু টেলি তারকারা। প্রত্যেকেই আনন্দে উচ্ছ্বাসে মেতে ছিলেন তাঁরা।

এই অনুষ্ঠানে সামিল ছিলেন কাঞ্চন মল্লিক, শ্রাবন্তি চট্টপাধ্যায় , অনুসুয়া মজুমদার, অঙ্কুশ হাজরা, আবির চ্যাটার্জী, ইন্দ্রাণী দত্ত, দেবলীনা কুমার,মানালি দে, গার্গী রায় এছাড়াও অনেককেই দেখতে পাওয়া যায় এই সেলিব্রেশনে। অভিনেতা ও অভিনেত্রীরা এক জোট হওয়ায় জমে উঠল সেখানকার মহল। তবে এবারে, মিমি চক্রবর্তী দুবাইয়ের সফরের জন্য উপস্থিত হতে পারেননি সেখানে। এদিন বেশ দেরি করে হলেও সামিল হয়েছিলেন শ্রাবন্তি।’রক্তবীজ’-এর সাকসেস পাওয়ায় খুশি অভিনেতা অভিনেত্রী সহ পরিচালক এবং প্রযোজকেরা। এই ছবির পরিচালনা করেন শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায়, এবং নন্দিতা রায়।
