
‘কামড়ে কলঙ্কিত পুলিশ ,’ মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের !
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : পুলিশের কামড় খাওয়া টেট বিক্ষোভে চাকরিপ্রার্থীকেই পুলিশ গ্রেফতার করেছিল । তারা অবশ্য পরে জামিনও পেয়েছেন । অরুণিমা পালের অভিযোগ , একবার নয় দুবার কামড় পুলিশের। এর ফলে পুলিশের কামড়-বিতর্কে দুই মত দুই তৃণমূল নেতার । এই ঘটনা নিয়ে সৌগত রায় বলেছেন, ‘পুলিশ কনস্টেবলও বলছে তাঁকে কামড়ে দিয়েছে। তবে কারোরই কামড়ানো উচিত নয়। ‘পুলিশ সংযম দেখিয়েছে। তবে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যে সংযম দেখিয়েছে তা কামড়ে কলঙ্কিত হল।’ এর পাশাপাশি তৃণমূল সাংসদের কথা, ‘পুলিশ সংযত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্ত করে দেখা উচিত। নিশ্চয় বিভাগীয় ব্যবস্থা নেবে পুলিশ’। তবে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।
কিন্তু অজিত মাইতির মন্তব্যের উল্টো মত সৌগত রায়ের। তাঁর মতে এই ঘটনা দুর্ভাগ্যজনক। এই গোটা ঘটনার কারণে পুলিশের সংযম কলঙ্কিত হয়েছে পুরোটা বলেও মনে করেন তিনি। কিন্তু এর পাশাপাশি তদন্তের প্রত্যাশা রাখছেন তিনি। মেদিনীপুরের বিদ্যাসাগর হলে যুব তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, “গোটা সরকারকে অপদস্থ করার চেষ্টা। পুলিশকে কামড়ে দিলে তার বিনিময়ে পুলিশ কামড়ে দেবে না তো কি , রসগোল্লা খাওয়াবে! দরদ এবং মমত্ববোধ রেখেই বলছি, চক্রান্ত চলছে গোটা বাংলা জুড়ে। রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে।”
এ দিকে অজিতের এই মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে আক্রান্ত অরুণিমা বলেন, ” আমি এতে কী বলব ! কিছু কথার উত্তর অপ্রাসঙ্গিক বলে মনে হয়। এর উত্তর দিতেও রুচিতে বাধে। এই ধরনের অসংবেনশীল বার্তা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে। এই অনৈতিক অধঃপতন থেকে মুক্তি চাই।”সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনেও বলা হল, ক্ষত হয়েছে মানুষের কামড়েই অরুণিমার হাতে। আজ সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে হাতের ক্ষত পরীক্ষার জন্য আসেন অরুণিমা। তাঁর হাত পরীক্ষা করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক লেখেন, হিউম্যান বাইট। যদিও অরুণিমাকে এই ঘটনার পর গ্রেফতার করা হয় কিন্তু অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।