প্রধানমন্ত্রীকে ‘ধংসাত্মক রাজা’ বলে আক্রমণ ফৈয়াজের, বেজায় ক্ষুব্ধ বিজেপি

Read Time:3 Minute, 39 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : প্রাচীন ইতিহাস তো আমরা সবাই পড়েছি। সম্রাট অওরঙ্গজেবকে সবাই চিনি। তাঁর চরিত্রের কথা আমরা সকলেই জানি। এইবার সেই চরিত্র আবারও উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে। এইবার মোগল বাদশাহের ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ বসিয়ে ‘মিম’ ছড়ালেন সিপিএম নেতা ফৈয়াজ আহমেদ খান। যাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল। মোগল সম্রাটদের ছবিতে প্রধানমন্ত্রীর মুখ ব্যবহার করা নিয়ে কোনও বিতর্ক তৈরি হলেও তাতে আপত্তিকর কিছু দেখছেন না ফৈয়াজ। তাঁর কথায়, ‘‘রাজনীতিতে বির্তক হলে আপত্তি কিসের’। এই নিয়ে ক্ষুব্ধ বিজেপী। তাঁরা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অপমান পুরো দেশের অপমান।

মিমটিতে অওরঙ্গজেবের ছবিতে মোদীকে মুখ বসানোয় বেজায় চটেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘অওরঙ্গজেবের মতো এক জন মানবতা বিরোধী ‘ক্রিমিনাল’কে মোদীর সমার্থক করে তুলছেন! উত্তর ঠিক সময় ওরা পেয়ে যাবে। মানুষ জবাব দিয়ে দেবে। অওরঙ্গজেবের ছবিটি যদি স্টালিনের মতো ছাপা হত তা হলে বোধহয় ভাল হত।’’ এমনটাই জানিয়েছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। যদিও বিষয়টি গায়ে মাখেন নি সিপিএম নেতা ফৈয়াজ আহমেদ খান। এ প্রসঙ্গে ফৈয়াজ বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশকে ধংস ছাড়া কিছুই করেননি। তাই ওঁকে ধংসাত্মক বাদশাহ ছাড়া কিছুই বলা যায় না। তাই আমি ওই মিমটি শেয়ার করেছি।’’ তবে ফৈয়াজ নিজে ওই মিমটি তৈরি করেননি বলে জানিয়েছেন। মিমটি অন্য জায়গা থেকে পাওয়ার পর তাঁর ভাল লাগায় শেয়ার করেছেন তিনি এমনটাই জানিয়েছেন ফৈয়াজ আহমেদ খান। তিনি এই মিমটি নিজে বানাননি। এটা অন্য জায়গা থেকে পেয়েছেন বলে দাবি ফৈয়াজের। তবে তাঁর মনের মতো হয়েছে মিমটা,তাই তিনি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে।

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘ভারতকে শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য মোদীজি দিনরাত পরিশ্রম করছেন। দেশের মানুষ দেখতে পাচ্ছেন। যাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ সব প্রচার করছেন, তাঁদের এই কাজকে দেশ বিরোধী চক্রান্ত হিসেবেই দেখছি। যারা বিদেশি তত্ত্বে বিশ্বাস করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছেন, তাঁদের তো রাজ্যের মানুষ শূন্য করেই দিয়েছেন, আগামী দিনে সারা দেশের মানুষ শূন্য করে দেবেন।’ তাই আগামীদিনে মানুষ ঠিক করবে মানুষ কার পাশে থাকবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *