‘আমি ওঁকে বলিনি’ দিলিপের বক্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপি

Read Time:2 Minute, 45 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : যে ‘মন কি বাত’-এর শততম পর্ব সম্প্রচার নিয়ে রাজ্য জুড়ে কর্মসূচি নিয়েছিল বিজেপি, সূত্রের খবর, সেই কর্মসূচির জমায়েত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ। তাঁর বক্তব্যের নিশানায় ছিলেন জেলা সভাপতিরা। কেন্দ্রীয় তথ্যসংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে যোগ দিয়েছিলেন সুকান্ত। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘সাংগঠনিক বিষয়ে বাইরে কেন আলোচনা করব? দলের ভিতরে অনেক কথাই হয়। উনি (দিলীপ ঘোষ) যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন মুকুল রায় রোজ বলতেন দল ঠিক ভাবে চলছে না। উনি যেটা বলেছেন, সেটা গ্রহণ করছি না।’ এবার বিতর্ক জড়াল দিলিপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে। তবে কি সুকান্ত মজুমদার গুরুত্ব দিচ্ছেন না দিলীপ ঘোষের কথায়।

সাবধানতার সাথে উত্তরে সুকান্ত জানান যে, ‘উনি কেন্দ্রীয় নেতা। ওঁর কথার গুরুত্ব নেই, কখন বললাম? কিন্তু এমন কোনও কথা উনি বলেছেন বলে আমি মনে করি না।’ পাল্টা দিলীপ ঘোষ বলেছেন যে, ‘ঠিক আছে। কিন্তু আমি ওঁকে (সুকান্ত মজুমদার) কিছু বলিনি। জেলায় যাঁরা সংগঠন করবেন, তাঁদের বলেছি। কোথায় ভুল হচ্ছে, কী কী করতে হবে, সেটা বলেছিলাম।’ এই মন্তব্যের পরেই জল্পনা উঠছে গেরুয়া শিবিরে। মতপার্থক্য নাকি বিভেদ? তবে কি চলছে গেরুয়া শিবিরে।

ঘটনার সূত্রপাত রবিবার। রাজ্য কার্যনির্বাহী বৈঠকে দিলীপের বক্তব্যে কার্যত বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ পায়। তিনি জানান, মণ্ডল এবং অঞ্চল স্তরে কোনও সংগঠন নেই। দিলিপ ঘোষের ঠিক এমন মন্তব্যের পরেই জল্পনা রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরে ভাঙন ধরতে কি বেশি দেরি নেই এমন ও ভাবাটা কি খুব অন্যায়? হয়তো এই প্রসঙ্গে ঠিক। তবে তাঁদের দুজনের মধ্যে যে কিছু আলাদা আছে তা স্পষ্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *