
কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ছেড়ে দিতে চান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কিন্তু কেন? জেনে নিন
বাংলার ভোটের ফল বেরোনোর পর থেকেই হিংসার আগুন জ্বলতে শুরু করেছিল বাংলার বিভিন্ন প্রান্তে। এই রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বহু মানুষ। এই ধরনের হিংসার শিকার হয়েছেন যারা তাদের মধ্যে বেশির ভাগই বিজেপির কর্মী। অনেক কর্মী তো প্রাণ হারনোর ভয় পালিয়ে গেছিলেন অসমে। ১৬ বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এই হিংসার ফলে।
তবে এবার কেন্দ্রীয় সরকার এরাজ্যের বিজেপি নেতাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। যার ফলে চিন্তা কিছুটা কমেছে ঠিকই। কিন্তু দলীয় কর্মীদের কথা কেউ ভাবছে না। নেতাদের থেকেও বেশি অত্যাচারিত হয়েছেন বিজেপির দলীয় কর্মীরা।
তাই এবার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ছেড়ে দিতে চান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু কেন? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের দলীয় কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। বিজেপি কর্মীরা আক্রান্ত। তাই তিনি নিজের সুরক্ষা চান না। রাজনৈতিক হিংসার প্রতিবাদে তার এই সিদ্ধান্ত। অন্যদিকে, নির্বাচনের আগেই ‘ওয়াই-প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল লকেটের জন্য।
জানা গেছে, গত শুক্রবার থেকেই এই নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। তাছাড়াও এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলছে। সুদূর গ্ৰামে মহিলা কর্মীরা আক্রান্ত। আর আমি নিরাপত্তা কর্মী নিয়ে থাকব। এটা আমি মেনে নিতে পারছি না।”