
আবির-মিমির যুগলবন্দিতে বড় পর্দায় ‘রক্তবীজ’
24Hrs Tv ওয়েব ডেস্ক : ২০২৩-এর পুজোয় রক্তবীজের জন্ম দেবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। অর্থাৎ, এবার পুজোয় আসছে নতুন বাংলা ছবি ‘রক্তবীজ”। বোঝেনা সে বোঝেনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন, তবেএবার প্রকাশ্যে এল ছবির নাম ও প্রথম পোস্টার। থ্রিলারধর্মী নতুন এই ছবির নাম ‘রক্তবীজ’। ‘রক্তবীজ’ শ্যুটিং শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। চলতি বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি । সাধারণত পুজোর ভিড়ে কোনো ছবি মুক্তি পায় না , কিন্তু এই ছবির সঙ্গে রয়েছে পুজোর বিশেষ যোগ ।
টলিপাড়ার সূত্র মারফত জানা যাচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল এরকম বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হবে ছবিটি। আবীর- মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদারকে। দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে ভিক্টরকে। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশীষ মন্ডলের মতো শিল্পীরা। কলকাতায় সামান্য কিছু অংশের শ্যুটিং হবে। এছাড়া ধূলাগড়,বোলপুর ও বানতলার বিভিন্ন স্থান বেঁচে নেওয়া হয়েছে শ্যুটিং লোকেশন হিসাবে।