
বলিউডের ‘কালো বেড়াল’
24 Hrs Tv ওয়েব ডেস্ক : গায়ের রঙের জন্য হেনস্থার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা। বলিউড থেকে হলিউডে তাঁর যাত্রা। শুধু অভিনয় নয়,গান থেকে শুরু করে ফ্যাশান সবকিছুতেই তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন । কিন্তু নিজের বলিউড সফর সহজ ছিল না অভিনেত্রীর কাছে। সম্প্রতি বলিউডে গায়ের রঙ নিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া । প্রিয়ঙ্কা ভাল গান করলেও গানকে নিজের কেরিয়ার হিসেবে গ্রহণ করেননি প্রিয়াঙ্কা।
তিনি আরও জানিয়েছেন যে ‘গানবাজনার সঙ্গে যুক্ত লোকেদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার এত সময় নেই তাই গানের সঙ্গে যুক্ত থাকা হল না।’ প্রিয়াঙ্কা চোপড়া আরও জানিয়েছেন যে , বলিউডে নাকি তাঁকে ‘কালো বেড়াল’ বলা হত । প্রাকৃতিক ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত। অভিনেত্রীর জানিয়েছেন,’ আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকেই এমন ধারনা তৈরি হয়েছে। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটা বলে গিয়েছেন। আমরা এখনও সেই মানসিকতাই বয়ে নিয়ে চলেছি।’ অভিনেত্রী মনে করেন যে, তিনি যথেষ্ট সুন্দরী নন। আর তাই, কাজের ক্ষেত্রে আরও বেশি খাটতে হয়েছে বলে প্রিয়াঙ্কার দাবি। যদিও তাঁর ভাবনায়, তাঁর যে সব সহকর্মীর ত্বক উজ্জ্বল, গাঁয়ের রং ফর্সা । তাঁদের থেকে তিনি সম্ভবত কিছুটা বেশি প্রতিভার অধিকারী।