অভিনয় থেকে বিরতি! সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রণবীর,

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : চার বছর পর পর্দায় ফিরেছেন তিনি। ফের বিরতির কথা শোনা গেল রণবীর কাপুরের মুখে। সম্প্রতি ‘তু ঝুটি ম্য়ায় মক্কার’-এর প্রচারে এসে ভবিষ্য়তের পরিকল্পনা নিয়ে কথা বললেন অভিনেতা। ২০১৮ সালে ‘সঞ্জু’-র পর চার বছর পর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা। ২০২২-এ মুক্তি পায় তাঁর দু’টি ছবি। ‘শামসেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ভাল ব্য়বসা করেছিল অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত ছবিটি। প্রথমটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও এরপরের টা ভাল ব্য়বসা করেছিল যেটা অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি ছিল। আপাতত লাভ রঞ্জন পরিচালিত রমকম ‘তু ঝুটি ম্য়ায় মক্কার’-এর প্রচারে ব্য়স্ত রণবীর। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এ ছাড়াও তাঁর ঝুলিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্য়ানিম্য়াল’। তবে সেই ছবিটির পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ভাবছেন রণবীর কাপুর-পুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন তিনি। রণবীর বলেছেন, “‘অ্য়ানিম্য়াল’-এর পর আর কোনও ছবি সই করিনি। এখন আর কাজের কথা ভাবছিও না। ‘তু ঝুটি ম্য়ায় মক্কার’ আর ‘অ্য়ানিম্য়াল’-এর পর একটা বিরতি নিতে হবে। বুঝতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে।”

২০২২-এর এপ্রিলে বিয়ে করেন রণবীর এবং আলিয়া ভাট। সেই বছরেই নভেম্বরে কন্য়াসন্তানের অভিভাবক হন তাঁরা। আপাতত মেয়ে রাহার সঙ্গেই সময় কাটাতে চান রণবীর। চোখের সামনে বেড়ে উঠতে দেখতে চান একরত্তিকে। এমনটাই জানালেন তিনি । তবে অভিনয় থেকে একেবারেই বিরতি নয় , কিছু সময়ের জন্য বিরতি নিতে চান তিনি । কাজের মধ্যে একদমই সময় দিতে পারছেন না মেয়েকে । তাই এবার বিরতি নিতে চান কিছুসময় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *