অভিষেকের কনভয়ে ইটবৃষ্টি, রাস্তার দু’পাশে কুড়মিরা স্লোগান

Read Time:3 Minute, 2 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : অভিষেকের কনভয়ে কুড়মিদের হামলা বিষয়টা যেন চাকা উল্টো পথে ঘুরতে বেশি সময় লাগে নি। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি উপেক্ষা করে বরডি গ্রামে কুড়মিদের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। তাদের দাবির কথা মন দিয়ে শুনেছিলেন তিনি। শুধু তাই নয় আশ্বাস দিয়েছিলেন তিনি। তিনি কুড়মিদের জানিয়েছিলেন যে, রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে যতটা সম্ভব, একটা সিধান্তে আসতে চেয়েছিলেন অভিষেক। দিল্লির দরবারেও বিষয়টি পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। এর পরেই শুক্রবার দলীয় নেতৃত্বকে কুড়মি সমস্যা নিয়ে সঠিক পথে সক্রিয় হওয়ার বার্তা দেন অভিষেক। তাঁরা মেনেও নিয়েছিল সেটা। কিন্তু সকালের সূর্যটা যে এমন হবে টা ভাবেন নি অভিষেক।

তৃণমূলে ‘নবজোয়ার’কর্মসূচিতে জঙ্গলমহলে গেলে তাঁকে ঘেরাওয়ের আগাম পরিকল্পনাও ছিল কুড়মিদের। সেটা পরিকল্পনা যাতে ব্যর্থ হয়, তার জন্য কুড়মিদের প্রতি গোড়া থেকে সহযোগিতার বার্তা দিয়েছেন তিনি। আলাপ-আলোচনার পথ খোলা রেখেছিলেন। কিন্তু শুক্রবার শালবনিতে কুড়মিদের হামলার মুখে পড়ল অভিষেকের কনভয়। ইটের ঘায়ে ভাঙল মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি। গাড়ি শালবনি যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা শুরু হয়। তাঁদের লক্ষ্য ছোড়া হয় ইটবৃষ্টি।

অভিষেকের কনভয়ের শেষ গাড়িতে ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। হামলায় তিনিও আহত হন বলে নিজেই জানান মন্ত্রী। তাঁর গাড়িচালকও আহত হন। তৃণমূলের অভিযোগ, অভিষেকের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। অভিষেকের অভিযোগ, তিনি ওই বিক্ষোভকারীদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে কুড়মি নেতাদের বিবৃতির দাবি করেন। তিনি বলেন, যদি তা না হয় তা হলে ধরে নেওয়া হবে তাঁরাই এই হামলার সঙ্গে যুক্ত। আপাতত বিক্ষোভকারীদের কয়েক জনকে আটক করেছে পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *