‘বুকে পা দেব’, বেলদায় ‘গো ব্যাক’ স্লোগান শুনে দিলীপের হুশিয়ারি তৃণমূল কর্মীদের

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।শুক্রবার বেলদায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বেরিয়েছিলেন প্রাতর্ভ্রমণে। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ তিনি। বিভিন্ন সময়ে তাঁর বলা বিভিন্ন কথা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। সেই সব বক্তব্যকে কুকথা অ্যাখ্যা দিয়েছেন অনেকেই। কিন্তু তাতে দিলীপের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি । উল্টে ‘যাঁদের জন্য যেমন শব্দ’ প্রয়োজন, তেমনই তিনি ব্যবহার করেন বলেও দাবি করেছেন। শুক্রবার তৃণমূল কর্মীদের উদ্দেশে বলা কথা ঘিরে ফের সমালোচিত হচ্ছেন দিলীপ।সে সময় তৃণমূল কর্মীরা দিলীপকে ধিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ।

রীতিমতো দিলীপের পিছু নিয়েছিলেন বেলদার শাসকদলের কর্মী-সমর্থকরা। সে সময়ই বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের উদ্দেশে দিলীপ বলেছেন, “বুকে পা দেব।” তৃণমূলকর্মীদের ‘গো ব্যাক’-এর পাল্টা হিসাবে ‘সব চোরগুলো আমাদের সামনে’ বলে শোনা গিয়েছে বহুচর্চিত এই বিজেপি নেতাকে।আগে মেচেদায় এক কর্মিসভায় বলেছিলেন, ‘‘আমি যদি খুন করা শুরু করি, ওদের (তৃণমূল) বংশ লোপাট হয়ে যাবে। তৃণমূলের নেতা-পুলিশকে মারুন। মেরে ফেলে দিন। দায়িত্ব আমার। আমি ওদের বুকের উপর পা দিয়ে হাঁটছি। গলায় পা দিয়ে হাঁটব। কোনও বাপের ব্যাটা বাঁচাতে পারবে না। আমি যে দিন মারব, লাশ খুঁজে পাওয়া যাবে না।’’

বেলদার পর নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের নারমা পঞ্চায়েতের তুররাঙা এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন দিলীপ। তখন রাজ্য সরকারের দুর্নীতি-সহ একাধিক প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধেছেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে শুক্রবার সকালের ঘটনায় দিলীপ যে ক্ষুব্ধ তা ফুটে উঠেছে তাঁর অভিব্য়ক্তিতেই। সে সময় সাংবাদিকরা বুকে পা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। কিন্তু তখনও নিজের মন্তব্যেই অনড় থেকেছেন দিলীপ। একধাপ এগিয়ে বলেছেন, “দরকারে গলাতেও পা তুলে দেব।”দিলীপের মুখে হুঙ্কারের সুরে কথা এই প্রথম নয়। এর আগেও এ রকম একাধিক মন্তব্য করেছেন তিনি। রাজনীতির ময়দানে প্রতিরোধ ও প্রতিশোধের প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘এতদিন প্রতিরোধের রাজনীতি হয়েছে। এ বার প্রতিশোধের রাজনীতি হবে। কর্মীদের বলেছি, মার খেয়ে আমার কাছে এসে কাঁদবেন না। প্রতিশোধ নিয়ে তারপর আসবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *