
রাজাবাজারে ব্যস্ত রাস্তায় গাড়িতে আগুন !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ সকালে রাজাবাজারে ব্যস্ত রাস্তায় আগুন । শিয়ালদা স্টেশনের পর ফের দাঁড়নো অবস্থায় গাড়িতে আচমকা আগুন লাগে । ফলে এক মুহূর্তে ব্যস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । রাজাবাজারের ভিক্টোরিয়া কলেজে ও রাজাবাজার ট্রাম ডিপোর মাঝের রাস্তার সামনে দাঁড়নো গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় । স্থানীয় সূত্রে খবর , রাজাবাজারে রাস্তায় দাঁড়নো অবস্থায় একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে দাউ দাউ করে জ্বলে ওঠে । কিন্তু তখন গাড়িতে কেউ ছিলেন না। সাদা একটি স্করপিও গাড়ি দাউদাউ করে জ্বলে ওঠে । এই দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়িতে আগুন লাগার প্রায় দশ মিনিট পরে দমকল এলাকায় এসে পৌঁছায় । তবে আগুনে ঝলসে যায় গাড়িটি। এমনকি গাড়ির চাকাগুলি একে একে ফেটে যায় । ফাটার আওয়াজের জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় । সূত্রের খবর , রাজাবাজারে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য , কিছু দিন আগে শিয়ালদা স্টেশনের বাইরে পার্কিংয়ে দাঁড়ানো পুলিশের গাড়িতে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল। তবে শিয়ালদা স্টেশনের বাইরে আগুন লাগা নিয়ে বেশ চাঞ্চল্যও ছড়িয়েছিল । কিন্তু সেই দিন পুলিশের গাড়িতে কোনও পুলিশ কর্মী ছিলেন না । আগুনে ২টি মোটরবাইকের ক্ষতিগ্রস্ত হয়েছিল । ঘটনাস্থলে দমকলের ২টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে । সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটেছিল। রাজাবাজারে কিছু সময়ের জন্য ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় । সূত্রের খবর ,গাড়িটি দশ মিনিট ধরে জ্বলে কার্যত ভস্মীভূত হয়ে যায়। এতটাই আগুনের তাপ বেশি ছিল যে পাশে দাঁড়নো অন্য একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে ভিক্টোরিয়া কলেজের গেট আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। গাড়িটিতে প্রায় দশ মিনিট আগুন জ্বলার পর সেখানে দমকল পৌঁছায়। কিন্তু এখনও পরিষ্কার নয়, কীভাবে আগুন লাগল । তবে এই ঘটনাস্থলে দমকল পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।