কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প নিয়ে আসছে ‘ক্যালকাটা ৯৯’

Read Time:1 Minute

এবার প্রাণের শহর কলকাতার গল্প নিয়ে আসতে চলেছে ‘ ক্যালকাটা ৯৯’ । তবে কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প বলবে এই ছবি। মহালয়ার শুভক্ষণে মুক্তি পেল ছবির অফিসিয়াল নাম ও টিজার পোস্টার। জানা গেছে, ‘ক্যালকাটা ৯৯’-এ দেখা যাবে বেশকিছু জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীদের।

মহালয়ার দিন প্রকাশ্যে এল ‘ ক্যালকাটা ৯৯’ ছবির টিজার পোস্টার। ৯-এর দশকের শেষ দিকে কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প নিয়ে আসছে এই ছবি। ‘Calcutta 99-এ পোস্টারে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা, জলমগ্ন কলকাতার ছবি। আর রেইনকোট পরে তার মধ্যে দিয়েই হেঁটে চলেছেন দুজন পুলিশ আধিকারিক। এদের মধ্যে বয়সে একজন নবীন আর আরেকজন প্রবীণ। এই ছবিতে কারা অভিনয় করছেন, আপাতত তা ধোঁয়াশার মধ্যেই রাখছেন নির্মাতারা। এই ছবির পরিচালনা করেছেন জয়ব্রত দাস, সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্ণব লাহা। প্রমোদ ফিল্মস আর কুইনটেলস এন্টারটেনমেন্ট এর ব্যানারে, প্রতীক চক্রবর্তী ও কুইনটেলস এন্টারটেনমেন্ট এর যৌথ প্রযোজনা তে আসছে এই ছবি। এই ছবির সহ প্রযোজক হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘ক্যালকাটা ৯৯’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে ঋণি পান্ডা। সঙ্গীত পরিচালক হিসাবে সিনেমাতে এটাই তাঁর প্রথম কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *