দিল্লি নিয়ে যাবার নির্দেশ সিবিআই আদালতের

Read Time:2 Minute

24 Hrs Tv ওয়েব ডেস্ক : দিল্লি যাওয়া হল না অনুব্রতর। এখন রাজ্য পুলিশ-ইডির টানাপড়েনের কথা জানিয়ে সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানাতে চলেছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। সেখানেই ফয়সালা হওয়ার কথা ছিল, আদতে কার হাত ধরে দিল্লি পাড়ি দেবেন বীরভূমের কেষ্ট। অবশেষে জট কাটল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার। আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতের দিল্লি যাত্রার নিয়ে,সোমবার স্পষ্ট করে দিয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। আসানসোল-দুর্গাপুর পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকা কী হবে,এই বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আদালত । এখন ইডি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে হাজির করাতে চায় । শনিবার হাই কোর্টের নির্দেশের পরেও ইডি না আসানসোল-দুর্গাপুর পুলিশ অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে টানাপড়েন তৈরি হয়েছিল । পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছিল রাজনীতি মহলে ।

আজ সোমবার আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের কাছে লিখিত আকারে নির্দেশ চেয়ে আবেদন করেন। এই আবেদনে সাড়া দেন বিচারক। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন,আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবেন এবং তাঁর নিরাপত্তার ভার থাকবে পুলিশের ওপর । সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে চিকিৎসা করিয়ে ‘ফিট সার্টিফিকেট’ নেওয়ার পর অনুব্রতকে হাসপাতালেই ইডির হাতে তুলে দেওয়া হবে । এবং সেখান থেকে ইডি অনুব্রত মণ্ডলকে বিমানে করে দিল্লি নিয়ে যাবে। যদিও দিল্লি যাওয়া আটকাতে গত শনিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনুব্রতমণ্ডল । কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। এখন আর দিল্লি যেতে কোন বাঁধা রইল না অনুব্রত মণ্ডলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *