পুরমন্ত্রী ফিরহাদের দফতরে সিবিআই হানা, তল্লাশি একাধিক পুরসভায়

Read Time:3 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : বুধবার সকাল থেকেই উত্তেজনা। নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে মুহুর্মুহু বেরোচ্ছেন আধিকারিকরা। এক-একটি দলের গন্তব্য রাজ্যের ১৮টি পুরসভায়। পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সল্টলেকের নগরায়ন দফতরেও পৌঁছয় সিবিআই এর একটি বড় দল। সেখানে পৌঁছে কিছু নথি সংগ্রহ করে, নগরায়ন দফতরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক আধিকারিককে নিয়ে সিবিআই দল পৌঁছয়ে সল্টলেকের পুর প্রশাসন ভবনে। সেখানেই একাধিক আধিকারিককে জিজ্ঞেসাবাদ করে সিবিআই আধিকারিকেরা।
নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলকে জিজ্ঞেসাবাদ করে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন শিক্ষা দফতরেই নয়, অয়ন শীল টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন রাজ্যের একধিক পুরসভায়। এরপরই আদালতের নির্দেশে পুর দুর্নীতি সংক্রান্ত মামলার ভার যায় সিবিআই-এর হাতে।

দুর্নীতির গোড়ায় পৌঁছতে একটি বড় সিবিআই দল এদিন সকালে এসে পৌঁছায় সল্টলেক নগরায়ন ভবনে। আর এখানেই পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর। এখন থেকেই বেশ কিছু নথি সংগ্রহ করে সিবিআই তদন্তকরী আধিকারিকরা। তারপর নগরায়ন দফতরের একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছন সল্টলেকের পৌর প্রশাসন ভবনে। এখানেই শেষ নয়, বেশ কয়েকজন আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত বিষয় জিজ্ঞেসাবাদ করেন। এখন থেকেই পুর নিয়োগের একেবারে গভীরে পৌঁছতে চান সি বি আই আধিকারিকরা। সিবিআই-এর এই হানা প্রসঙ্গে বুধবার দুপুর পুর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন সবকিছুই রাজনৈতিক প্রনোদিত। স্হায়ী কর্মীদের কলকাতা পুরসভা বেতন দেয়,অস্থায়ী বেতন পুরসভাগুলো দেয়। সূত্রের খবর, প্রায় ১৫ মিনিট ধরে পুর ও নগোরন্নয়ন দফতরে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। দফতর থেকে বেরনোর সময় দু’জন আধিকারিককে সঙ্গে নিয়ে গাড়ি উঠতে দেখা গেছিলো সিবিআই আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *