কেরিম খানকে আজ ফের তলব করল সিবিআই!

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : আজ ফের গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কেরিম খানকেতলব করেছে সিবিআই । বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, এর আগের বার কেরিমকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মেলে, তার সঙ্গে অন্যান্যদের বয়ানে অসঙ্গতি মিলেছে। সেই সূত্রেই ফের অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ফের তলব। এর আগে কেরিমের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই।

সূত্রের খবর ,গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খানকে ফের তলব কেরিমের আয়-ব্যায় সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে তলব। এর পাশাপাশি গরুপাচার মামলায় দিল্লিতে ইডি’র দফতরে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। এমনকি অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের দাবি।বুধবার সকালে গরু পাচার মামলায় দিল্লিতে ইডি-র সদর দফতরেনথিপত্র নিয়ে হাজিরা দেন অনুব্রত-কন্যা সুকন্যা। ইডি সূত্রে খবর, সূত্রের দাবি, বোলপুরের এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা। বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই সংস্থার রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটি হল ভোলে ব্যোম রাইস মিলের। এই ভোলে ব্যোম রাইস মিলের মালিক আবার অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডল। স্বামী হিসেবে নথিতে নাম রয়েছে অনুব্রতরও।

গরুপাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। সেই মামলার তদন্তেই বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হল সুকন্যাকে। শিক্ষিকার চাকরি করেও, তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি হল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, প্রথমে একা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার পর মুখোমুখি বসানো হয় সায়গলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *