আজ পার্থ-সহ ৭ জনকে আদালতে পেশ করবে সিবিআই

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় – সহ ৭ জনকে আদালতে পেশ করবে সিবিআই। আলিপুর আদালতে দুই মিডলম্যানকেও তোলা হবে । নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র চার্জশিটে বিস্ফোরক তথ্য উঠে এসেছে । ইডি সূত্রে খবর , পার্থ চট্টোপাধ্যায় , ‘বেসরকারি বিএড, ডিএলএড ও টিচার্স ট্রেনিং কলেজকে এনওসি দিতে টাকা নিয়েছেন । তিনি প্রতি কলেজ থেকে ৬ থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছেন এবং প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য পেতেন ২ থেকে ৫ লক্ষ টাকা। আসলে তাপস মণ্ডলই ফান্ড সংগ্রহ করতেন। এরপরে মানিক ভট্টাচার্যের কাছে সেই ফান্ডের টাকা পাঠানো হত । মানিকের মাধ্যমে সেই টাকা আবার পৌঁছে যেত উপরমহলে। অফলাইনে রেজিস্ট্রেশনের নাম করে মোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, গত ১৪ দিনে তদন্তে যে নতুন তথ্য উঠে এসেছে, তা পেশ করেই পার্থ-সহ ৭ জনের জামিনের বিরোধিতা করবে। ইডি সূত্রে দাবি, ‘মানিক ঘনিষ্ঠ হীরালাল ভট্টাচার্য এবং সঞ্চিতা ভট্টাচার্যের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়েছে আলাদা অ্যাকাউন্টে। সব টাকা জমা পড়েছে শতরূপা ভট্টাচার্য ও মানিক ঘনিষ্ঠ পান্নালাল ভট্টাচার্যর অ্যাকাউন্টে। মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য । মানিক ভট্টাচার্যের ৬টি স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে।’ এছাড়াও ইডি চার্জশিটে ক্ষতিগ্রস্ত হয়েছেন যোগ্য প্রার্থীরা, লাভবান হয়েছেন অযোগ্যরা। ইডি সূত্রে দাবি, শুধু সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গেছেন।’

চার্জশিটে মানিক ভট্টাচার্যকে দুর্নীতির কিংপিন বলে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যেরও। কীভাবে মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের সংস্থা লাভবান হয়েছে? ১৫০ পাতার চার্জশিটে সমস্তের উল্লেখ রয়েছে । উল্লেখ্য সূত্রের খবর , সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ‘কিংপিন’ আখ্যা দেয় ইডি। এছাড়াও সিবিআই সূত্রে দাবি, স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’ বলেছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *